ভাপা ক্ষীর দই সাথে নারকেলের নাড়ু(bhapa kheer doi narkel naru recipe in Bengali)

Kabita Dey Bhattacharjee
Kabita Dey Bhattacharjee @cook_30744274

#fd
#week4
বন্ধু মানে হাসি কান্না সুখ দুঃখের সাথী। পৃথিবীতে সব সম্পর্ক আগে থেকে তৈরি হয়ে আসে কিন্তু এই সম্পর্কটি আমরা নিজেরা তৈরি করি। তাই এই বন্ধুত্ব দিন উপলক্ষে আমার প্রিয় বন্ধুদের জন্য এবং এই গ্রুপের নতুন বন্ধুদের জন্য আমার হাতের তৈরি মিষ্টি যেটা নাকি বাঙ্গালীদের পরিপূর্ণ করে।

ভাপা ক্ষীর দই সাথে নারকেলের নাড়ু(bhapa kheer doi narkel naru recipe in Bengali)

#fd
#week4
বন্ধু মানে হাসি কান্না সুখ দুঃখের সাথী। পৃথিবীতে সব সম্পর্ক আগে থেকে তৈরি হয়ে আসে কিন্তু এই সম্পর্কটি আমরা নিজেরা তৈরি করি। তাই এই বন্ধুত্ব দিন উপলক্ষে আমার প্রিয় বন্ধুদের জন্য এবং এই গ্রুপের নতুন বন্ধুদের জন্য আমার হাতের তৈরি মিষ্টি যেটা নাকি বাঙ্গালীদের পরিপূর্ণ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৫০ মি
৪ জন
  1. ৫০০ গ্রাম ঘন দুধ
  2. ৫০গ্রামটক দই
  3. ১০০গ্রামচিনি
  4. ১০০ গ্রামক্ষীর
  5. ১০০ গ্রামগুড়
  6. ১ টানারকেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৫০ মি
  1. 1

    ৫০০ গ্রাম দুধকে ঘন করে ৩০০ গ্রাম করে নিতে হবে

  2. 2

    অন্য একটি পাত্রে চিনি দিয়ে তার মধ্যে 2 চামচ জল দিয়ে ফুটতে দিতে হবে চিনির রং বদলানো অব্দি

  3. 3

    এখন চিনির পাত্র গরম করা ঘন দুধ ঢেলে দিতে হবে। সাথে অন্য একটি ছাকনিতে টক দইয়ের জল ঝরিয়ে নিতে হবে। এখন দুটি ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে জল ঝরানো টক দই দিয়ে ভাল করে মেশাতে হবে । মিনিট ৫

  4. 4

    এবার তার মধ্যে আগে থেকে তৈরি করা ক্ষীর মিশিয়ে নিতে হবে । ক্ষীরের পরবর্তীতে শুকনো গুঁড়াদুধ দিলেও হবে। এখন প্রেসার কুকার পাঁচ মিনিট গরম করে নিয়ে যে-পাত্রে দই বসানো হবে আমি এখানে মাটির পাত্র নিয়েছি তার নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাত্রটি উপরে রেখে প্রেসার কুকারে গ্যাসকেট টি খুলে ঢাকনা আটকে একদম কম আঁচে করতে হবে মিনিট৫০ এর মত।

  5. 5

    এখন ঠান্ডা হলে কুকার থেকে বের করে গরম কোন কাপড় দিয়ে মোরে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ব্যস তৈরি হয়ে গেল ভাপানো ক্ষীর দই

  6. 6

    পরিবেশন করেছে নারকেলের নাড়ু যেটি নাকি খুবই সহজ নারকেল কুড়িয়ে তার মধ্যে আখের গুড় মিশিয়ে ভালো করে মেখে নিয়ে করাতেই বসিয়ে আজ কমিয়ে রাখতে হবে যতক্ষণ না পাক সুন্দর হয়েছে এটি বুঝা যাবে নারকেল গুড়ের গন্ধ থেকে লালচে রঙের হবে এবং হাতে নিলে নাড়ু পাকা মত হয়ে যাবে।

  7. 7

    গুড় ও নারকেলের মিশ্রণটি গরম অবস্থায় হাতের সামান্য তেল মেখে নাড়ুর আকারে গড়ে নিতে হবে তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kabita Dey Bhattacharjee

Similar Recipes