চন্দ্রপুলি (Chandrapuli recipe in bengali)

Shampa Banerjee
Shampa Banerjee @Parboni
Barasat

#পূজা2020 week2
#ebook2
বিভাগ ৫ দুর্গা পূজা
বিজয়া দশমীর দিন ঠাকুর বরণ করার সময় মিষ্টি মুখ করাতে হয়। সাবেকি প্রথা মেনে চন্দ্রপুলি বানানো হয় বনেদি পুজো বাড়িতে।

চন্দ্রপুলি (Chandrapuli recipe in bengali)

#পূজা2020 week2
#ebook2
বিভাগ ৫ দুর্গা পূজা
বিজয়া দশমীর দিন ঠাকুর বরণ করার সময় মিষ্টি মুখ করাতে হয়। সাবেকি প্রথা মেনে চন্দ্রপুলি বানানো হয় বনেদি পুজো বাড়িতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ১ কাপ নারকেল কোরা
  2. ১/২ কাপ খোয়া ক্ষীর
  3. ১/২ কাপ দুধ
  4. ১/২ কাপ চিনি
  5. ১ চিমটি কর্পূর
  6. ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা পাত্রে খোয়া ক্ষীর আর দুধ মিশিয়ে নিন। অল্প আঁচে জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।

  2. 2

    নারকেল কুরিয়ে নিন। মিহি করে বেটে নিন। এর মধ্যে চিনি মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী চিনি আর ২ টেবিল চামচ বাড়াতে পারেন।

  3. 3

    একটা পাত্রে ১/২ চা চামচ ঘি মাখিয়ে নিন। নারকেলের মিশ্রণ দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি গলে চিট ধরলে ক্ষীরের মিশ্রণ দিন। নাড়তে থাকুন অল্প আঁচে। খুব ভাল করে মিশে গেলে একটা মন্ড মত হবে। এলাচগুঁড়ো, কর্পূর দিয়ে নামিয়ে নিন।

  4. 4

    গরম অবস্থায় লেচি কেটে নিন। ছাঁচে ফেলে চন্দ্রপুলি বানিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Banerjee
Barasat
Cooking is passion
আরও পড়ুন

Similar Recipes