"নারকেলের তক্তি"

Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

#দুর্গাপুজোর রেসিপি, ছোটবেলায় যখন বিজয়া করতে যেতাম বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে , তখন এই নারকেলের তক্তির সঙ্গে প্রথম পরিচয়। সাধারণত দুই ধরনের হয় চিনি অথবা গুড়ের। আমি গুড়েরটাই বানিয়েছি।

"নারকেলের তক্তি"

#দুর্গাপুজোর রেসিপি, ছোটবেলায় যখন বিজয়া করতে যেতাম বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে , তখন এই নারকেলের তক্তির সঙ্গে প্রথম পরিচয়। সাধারণত দুই ধরনের হয় চিনি অথবা গুড়ের। আমি গুড়েরটাই বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জন
  1. ১ টা নারকেল কোরা
  2. ১০০ গ্রাম আঁখের গুড়
  3. ২-৩ টে ছোট এলাচ
  4. ৫০ গ্রাম খোয়া ক্ষীর
  5. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে নারকেল কুরিয়ে তারমধ্যে খোয়া ক্ষীর গ্রেট করে করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা পাত্রে পরিমান মত জল নিয়ে তার মধ্যে এলাচ আর গুড় মিশিয়ে জ্বাল দিতে হবে। বেশ ভালো আঠালো ভাব এসে গেলে তখন তার মধ্যে নারকেল কোরা আর খোয়া ক্ষীর এর মিশ্রণটা মেশাতে হবে।ভালোভাবে পাক হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার গরম গরম অবস্থায় একটা প্লেটে ঢেলে চৌকো আকারে গড়ে নিতে হবে ।

  4. 4

    একটু ঠাণ্ডা হলেই তারপরে ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিতে হবে।তৈরি হয়ে গেল নারকেলের তক্তি ক্ষীর সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

মন্তব্যগুলি

Similar Recipes