ধাবা স্টাইল আলু পালং

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

#আলুররেসিপি
নর্থইন্ডিয়ার দিকে ধাবা গুলোতে এই রকম করে আলু পালং করা হয় । রুমালি রুটি বা নান দিয়ে খেতে বেশ ভালো লাগে এটা । খুবই সহজ রেসিপি । একবার খেলে বার বার খেতে মন করবে এটা বলতে পারি আমি ।

ধাবা স্টাইল আলু পালং

#আলুররেসিপি
নর্থইন্ডিয়ার দিকে ধাবা গুলোতে এই রকম করে আলু পালং করা হয় । রুমালি রুটি বা নান দিয়ে খেতে বেশ ভালো লাগে এটা । খুবই সহজ রেসিপি । একবার খেলে বার বার খেতে মন করবে এটা বলতে পারি আমি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৭- ৮ পিস সেদ্ধ করা আলু
  2. ২০০ গ্রাম পালং শাক
  3. ২ টো টমেটো কুচি
  4. ২ চা চামচ রসুন কুচি
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ২ টো কুচনো পেঁয়াজ
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ নুন বা স্বাধ মতন নুন
  9. ১ চা চামচ ধোনে গুঁড়ো
  10. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  11. ১-২ টো কাঁচা লঙ্কা কুচি
  12. ১ চা চামচ গোটা জীরা
  13. ৩ চা চামচ ফ্রেশ ক্রিম
  14. ৫-৭ চা চামচ তেল
  15. জল পরিমান মতন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটা কড়াই নিয়ে তারমধ্যে দুই গ্লাস জল গরম করতে দিলাম । আর পালং শাক গুলো ধুয়ে গরম জল এর মধ্যে দিলাম । দুই মিনিট রেখে একটু নরম হলে জল থেকে তুলে নিলাম ।

  2. 2

    এরপর পালং শাক একটু ঠান্ডা হলে তার পেস্ট করে নিলাম ভালো করে ।

  3. 3

    তারপর সেদ্ধ করা আলু নিয়ে তারমধ্যে অল্প করে নুন, হলুদ মাখালাম ।

  4. 4

    কড়াই এর মধ্যে তেল গরম করে আলু গুলো একটু লাল লাল করে ভাজা করে তুলে নিলাম ।

  5. 5

    তারপর সেই তেল এর মধ্যে গোটা জীরা দিলাম । আর কুচনো পেঁয়াজ, আদা, রসুন দিলাম ।

  6. 6

    হালকা লাল লাল করে ভাজা করে নিলাম । তারপর তারমধ্যে কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম ।

  7. 7

    একটু নাড়াচাড়া করলাম । টমেটো একটু নরম হলে তারমধ্যে পালং এর পেস্ট টা দিলাম । আর স্বাধ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধোনে গুঁড়ো দিলাম ।

  8. 8

    গ্যাস কম করে একটু খানি কোষে নিলাম । ৫- ৭ মিনিট । তারপর তারমধ্যে গরম মসলা পাউডার দিলাম ।

  9. 9

    এরপর সেদ্ধ করা আলু দিলাম । আর ভালো করে মিশিয়ে দিলাম । ক্রিম দিলাম আর দুই মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম ।

  10. 10

    তাহলেই তৈরি হয়ে গেলো ধাবা স্টাইল আলু পালং । গরম গরম পরিবেশ করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes