ডিম লাবাবদার (dim lababdar recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#goldenapron3
আমি প্রধান উপকরণ থেকে ডিম,পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি বানিয়েছি। এটি একটি খুবই ক্রিমি গ্রেভি ডিশ, রুটি ও পরটা র সাথে দারুন লাগে।

ডিম লাবাবদার (dim lababdar recipe in Bengali)

#goldenapron3
আমি প্রধান উপকরণ থেকে ডিম,পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি বানিয়েছি। এটি একটি খুবই ক্রিমি গ্রেভি ডিশ, রুটি ও পরটা র সাথে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫ টা ডিম
  2. ২ টো মিডিয়াম পেঁয়াজ
  3. ২ টো টমেটো
  4. ১ ইঞ্চি আদা টুকরো
  5. ৪ কোয়া রসুন
  6. ১২ টা কাজু বাদাম
  7. ২ টো কাঁচালংকা
  8. ২ টো শুকনো লংকা
  9. ২ টো ছোট এলাচ
  10. ২ টো লবঙ্গ
  11. ১ চা চামচ লংকা গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচ জিরাগুঁড়া
  15. স্বাদ অনুযায়ী নুন
  16. ১/২ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  17. ১ চা চামচ কাস্তুরি মেথি
  18. ১/২ চা চামচ গোটা জিরা
  19. ২ চা চামচ টক দই
  20. ২ চা চামচ ক্রিম
  21. ৩ টেবিল চামচ সাদা তেল
  22. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ৫ টা ডিম কে সেদ্ধ করে নিন।ডিমের খোসা ছাড়িয়ে ৪ টে ডিম কে হাল্কা ভেজে রাখুন। ১ টা ডিম এমনি রেখে দিন।

  2. 2

    তারপর কড়াতে তেল গরম করে ওতে পেঁয়াজ, টমেটো, কাঁচালংকা, আদা, রসুন, শুকনোলংকা, কাজুবাদাম দিয়ে হাল্কা ভেজে নিন।

  3. 3

    তারপর পেঁয়াজ কে মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিন।

  4. 4

    এবার কড়াতে তেল দিন, তেল গরম হলে ওতে গোটা জিরা দিন, তারপর পেঁয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে ভাজুন

  5. 5

    পেঁয়াজ পেস্ট ভালো করে ভাজা হলে ওতে সব মশলা,নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর টক দই,ও কাশ্মীরি লংকা গুঁড়ো দিন।

  6. 6

    মশলা ততক্ষণ ভাজুন মশলা দিয়ে তেল না আসে, মশলা তেল ছাড়লে এবার কাস্তুরি মেথি, ও ক্রিম ও অল্প জল দিন।

  7. 7

    মশলা কে ফুটতে দিন। তারপর গ্রেভি তে ডিম ৪ টে কে ৪ ভাগে কেটে দিন।

  8. 8

    গ্রেভি ঘন হয়ে এলে ধনেপাতা কুচি দিন।১ টা ডিম যে রেখেছিলাম ওটা গ্রেট করে ডিমের উপর ছড়িয়ে দিন

  9. 9

    তৈরি ডিম লাবাবদার, রুটি ও পরটা র সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes