মাছের ডিমের বড়ার ইউনিক সর্ষে টক-ঝাল কারি

Baisakhi Fadikar
Baisakhi Fadikar @cook_16600997
পশ্চিম বঙ্গ

কারি এবং গ্রেভি । একই রকম স্বাদের খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে দেখুন। সম্পূর্ণ ভিন্ন স্বাদে ও ভিন্ন স্টাইলে।

মাছের ডিমের বড়ার ইউনিক সর্ষে টক-ঝাল কারি

কারি এবং গ্রেভি । একই রকম স্বাদের খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে দেখুন। সম্পূর্ণ ভিন্ন স্বাদে ও ভিন্ন স্টাইলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪/৫ জনের জন্য
  1. মাছের ডিমের বড়া ভাজার জন্য:-
  2. ২০০ গ্রাম রুই বা কাতলা মাছের ডিম
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ টা বড় পেঁয়াজ কুচি ছোট ছোট করে কাটা
  6. ১/২চা চামচ রসুন বাটা
  7. ১/২চা চামচ আদা বাটা
  8. ৫-৬ টা কাঁচা লঙ্কা কুচি
  9. ১/২ টেবিল চামচ সাদা সরষে ও কালো সরষে একসাথে বাটা (সম পরিমাণে নিয়ে)
  10. ১ টেবিল চামচ আম কাসুন্দি
  11. ১/২ টেবিল চামচ বেসন
  12. মাছের ডিমের বড়ার কারির জন্য:-
  13. ৪ টা বড় পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা
  14. ১/২চা চামচ রসুন বাটা
  15. স্বাদ অনুযায়ী নুন
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  18. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  19. ১ টেবিল চামচ সাদা সর্ষে ও কালো সর্ষে একসাথে বাটা(সম পরিমাণে নিয়ে)
  20. ১-২ টেবিল চামচ আম কাসুন্দি
  21. ২ কাপ জল
  22. ২ টেবিল চামচসর্ষের তেল
  23. ১ চা চামচ চিনি (ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    দুশ গ্রাম কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, সরষে বাটা, কাসুন্দি ও অল্প একটু বেসন দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এখানে দু'রকম পেঁয়াজ কুচি লাগবে। বড়াতে ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিতে হবে আর বড়া ভাজার সময়(৩/৪ ভাগ) ও বড়ার কারিতে(১/৪ভাগ) লম্বা লম্বা করে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিতে হবে।

  3. 3

    এবার নন স্টিক প্যানে সরষের তেল দিয়ে এতে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি গুলো (প্যান অনুযায়ী যে যেরকম লাগবে) দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে ননস্টিক প্যানে বিছিয়ে দিতে হবে। এরপর ওই পেঁয়াজের ওপরেই মাছের ডিমের বড়া গুলোকে ভাজতে হবে। এক দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্যদিকটাও ভেজে নিতে হবে।

  4. 4

    এবার একটা বাটিতে অল্প জল নিয়ে এতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, সরষে বাটা, কাসুন্দি দিয়ে একটা মিশ্রণ তৈরী করে নিলাম।

  5. 5

    এবার ওই ননস্টিক প্যান ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা বাকি পেঁয়াজ কুচি গুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে এতে রসুন বাটা ও আদা বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে (কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি) ও কষানোর সময় প্রয়োজনে অল্প অল্প জল দিতে হবে।

  6. 6

    ভালো করে কষানো হয়ে গেলে এতে দু'কাপ জল দিয়ে ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া গুলো দিয়ে কিছুক্ষণ কম আছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি ভিন্ন স্বাদের ও ভিন্ন স্টাইলে মাছের ডিমের বড়ার সরষে টক ঝাল কারী।

  7. 7

    গরম গরম ভাতের সাথে এটা কে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baisakhi Fadikar
Baisakhi Fadikar @cook_16600997
পশ্চিম বঙ্গ
ইউটিউব লিঙ্কhttps://www.youtube.com/channel/UCEgOfvXMxwe0Bn-juKpf8JQ
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes