খাস্তা মুচমুচে আলুর কচুরি

Suhana Safar
Suhana Safar @cook_17391883

খাস্তা মুচমুচে আলুর কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় আধা ঘন্টা
4 জনের জন্য
  1. 200 গ্রামময়দা
  2. পরিমাণ অনুযায়ীতেল
  3. স্বাদ মতনুন
  4. 3টি সেদ্ধ আলু
  5. 2টি পেঁয়াজ
  6. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1্চা চামচ করে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো
  9. 1চা চামচ গোটা ধনে
  10. স্বাদ মতকাঁচা লঙ্কার কুচি

রান্নার নির্দেশ সমূহ

সময় আধা ঘন্টা
  1. 1

    প্রথমে তিনটে আলু সেদ্ধ করে গ্রেট করে

  2. 2

    একটা কড়াই নিতে হবে তাতে তেল দিয়ে গোটা জিরে গোটা ধনে দিয়ে তারপর তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্রেট করা আলু টা দিয়ে দিতে হবে

  3. 3

    ভালোভাবে মিক্স করে তাতে হলুদ গুঁড়ো নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে তে ওয়ান ফোর্থ কাপ বেসন অ্যাড করে ভালো করে ভেজে তাতে পেঁয়াজ টা অ্যাড করতে হবে পেঁয়াজ অ্যাড করে পাঁচ মিনিট রান্না করতে হবে 5 মিনিট রান্না হয়ে গেলে ঠাণ্ডা করে পুর রেডি

  4. 4

    ময়দা আড়াই কাপ তাতে one-fourth কাপ তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে এবং গোটা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে ঠান্ডা পানি দিয়ে একটা সফট ড করে নিতে হবে

  5. 5

    ছোট করে লেচি কেটে তার মধ্যে একটা একটা পুর দিয়ে হাত দিয়ে চেপে গোল গোল করে তেল গরম করে তাতে ডিপ ফ্রাই করে নিলেই রেডি আলুর পুরি বা আলু পেঁয়াজের পুরি

  6. 6

    আমার এই রেসিপিটি ইউটিউবে দেখার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুনhttps://youtu.be/1IDnP2Wce3Uhttps://youtu.be/1IDnP2Wce3U

  7. 7

    Https://youtu.be/1IDnP2Wce3U

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suhana Safar
Suhana Safar @cook_17391883

মন্তব্যগুলি

Similar Recipes