দুধ শুক্তো

Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

#কারি এবং গ্রেভি। এটি বাঙ্গালীর অতি পরিচিত একটি রেসিপি। এটি ভাত দিয়ে খাওয়ার মতো একটি রেসিপি।।

দুধ শুক্তো

#কারি এবং গ্রেভি। এটি বাঙ্গালীর অতি পরিচিত একটি রেসিপি। এটি ভাত দিয়ে খাওয়ার মতো একটি রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের জন্য
  1. 2টো বেগুন লম্বা করে কাটা
  2. 2টো আলু লম্বা করে কাটা
  3. 2টো সজনে ডাঁটা টুকরো করা
  4. 1টা কাঁচকলা লম্ব্বা করে কাটা
  5. 10টা বড়ি
  6. 1টা করলা লম্বা টুকরো করে কাটা
  7. 2টো তেজপাতা
  8. 100 এম এল দুধ
  9. স্বাদ মত নুন
  10. 1টেবিল চামচ রাঁধুনি বাটা
  11. 1টেবিল চামচ সর্ষে বাটা
  12. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  13. 1চা চামচ পাঁঁচ ফোড়ন
  14. 1টা শুকনো লঙ্কা
  15. 25গ্ৰাম সর্ষে তেল
  16. 1/2চা চামচ হিং
  17. 1/2চা চামচ চিনি
  18. 2টো কাঁঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কড়াই তে তেল দিয়ে কেটে রাখা উচ্ছে গুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটা বাটি তে নামিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর বড়ি গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে তেজ পাতা,পাঁচফোড়ন
    শকনো লঙ্কা ও হিং ফোড়ন দিতে হবে ।

  4. 4

    ফোড়োন থেকে ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সব্জি গুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে অল্প জল দিয়ে সব্জি গুলো সেদ্ধ করে নিতে হবে।

  5. 5

    এরপর ওর মধ্যে ভেজে রাখা উচ্ছে ও বড়ি দিয়ে দুধদিতে হবে ও ফুটতে দিতে হবে ।

  6. 6

    সেই ফাঁকে রাঁধুনি,সর্ষেও কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিতে হবে দুধফুটে ঘন হয়ে এলে বাটা মশলা ও চিনি দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দুধ শুক্তো।

  7. 7

    এরপর একটা সাভিং বোলে নিয়ে একটা প্লেটের ওপর রেখে বেশ কয়েকটা বড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে দুধ শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

Similar Recipes