স্পাইসি এগ্ কারি / ডিম কষা

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

#কারি এবং গ্রেভি

স্পাইসি এগ্ কারি / ডিম কষা

#কারি এবং গ্রেভি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ৪টা সিদ্ধ করা ডিম
  2. ১ চা চামচ গোটা জিরে
  3. ৩-৪ টা ছোট এলাচ্
  4. ১টা দারুচিনি্
  5. ১টা তেজপাতা
  6. ১টা পেঁয়াজ কুচোনো
  7. ১ টা টমেটো কুচোনো
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ রসুন বাটা
  10. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচ লাললঙ্কা গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
  15. ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  16. পরিমাণ মতসর্ষের তেল রান্নার জন্য
  17. স্বাদ অনুযায়ীনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ডিম গুলো ভাল করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা কাটা চামচ দিয়ে ডিমের গায়ে বেশ কিছু ফুটে করতে হবে। আর নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো ভাল করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে।আর ৫-৬ মিনিট রেখে দিতে হবে যাতে মশলা ডিমের গায়ে ভাল ভাবে মেশে।

  2. 2

    প্যানে তেল দিয়ে গ্যাসে গরম করতে বসাতে হবে।

  3. 3

    তেল গরম হলে ডিম গুলো একটু কড়া করে ভেজে নিতে হবে।

  4. 4

    ডিম ভাজা হলে ওই তেলেই ফোড়নের মশলা
    গুলো দিয়ে ১-২ মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে একসাথে যেন কাঁচা গন্ধ না থাকে।

  6. 6

    এবার কুচোনো চমেটো দিয়ে মিশয়ে নুন দিয়ে দিতে হবে।আর টমেটো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালকরে রান্না করে নিতে হবে।

  7. 7

    এবার সব গুঁড়ো মশলা পরিমান মতো একেএকে দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। মশলা যদি শুকিয়ে যায় তো হাল্কা গরম জল দেওয়া যেতে পারে।

  8. 8

    এই সময় ১টা কাঁচা লঙ্কা চিরে দিলে স্বাদ টা ভাল হয়, যদিও এইটা সম্পুর্ণ ঐচ্ছিক

  9. 9

    গ্রেভি টা শুকনো মনে হলে অল্প একটু জল দেওয়া যেতে পারে ।

  10. 10

    তেল ভেসে উঠলে ডিম গুলো দিয়ে গ্রেভির সাথে ভাল করে মাখিয়ে ওপর দিয়ে কুচোনো ধনে পাতা দিয়ে সব কিছু ভাল করে মখিয়ে ১ চামচ মতো ঘি দিয়ে গ্যাস বন্ধ করে প্যান টা ঢাকা দিয়ে ৫-১০ মিনিট পর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes