রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জনের
  1. 2 টোডিম
  2. 2 টেবিল চামচধনেপাতা কুঁচি
  3. 1 বাটিময়দা
  4. 1/2 কাপসাদা তেল ভাজার জন্য
  5. 3 চামচসাদা তেল ময়ানের জন্য
  6. 1/2 চামচআদা কুঁচি
  7. 1 টা টমেটো কুঁচি
  8. 1 টা পেঁয়াজ কুঁচি
  9. 1 টা কাঁচা লঙ্কা মিহি করে কুঁচি
  10. পরিমান মতোনুন
  11. 1/2চা চামচকাশ্মীরি লঙ্কার গুড়ো
  12. 1চা চামচগোলমরিচ গুড়ো
  13. পরিমাণ মতোময়দা মাখার জন্য জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ময়দা ময়ান দিয়ে ভালো করে মেখে 15 মিনিট চাপা দিয়ে রাখতে হবে।

  2. 2

    সব উপকরণ এ ডিম 2 টো দিয়ে ভালো করে ফেটিএ কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভুজিয়া বানাতে হবে।

  3. 3

    বানানো হয়ে গেলে ঠাণ্ডা করতেহবে।

  4. 4

    এবার ময়দা টা ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে।

  5. 5

    লেচি গুলো খুব বড় হবে না।

  6. 6

    তেল ও ময়দা ছাড়াই বেলতে হবে লম্বা করে।

  7. 7

    এবার ওপরের দিকে পুর দিয়ে সাইড টা মুড়িয়ে কিছুটা রোল করে নিচের দিকটা ছুরি দিয়ে দাগ দিতে হবে। দেখতে হবে যেনো কেটে না যায় ময়দার লুচি টা।

  8. 8

    এবার পুরো টা রোল করে নিচের দিকে জল লাগিয়ে রোল করতে হবে।

  9. 9

    কড়াইতে সাদা তেল দিয়ে গরম হলে রোল গুলো দিয়ে গ্যাস কমিয়ে করে সোনালী করে ভাজতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Mukherjee
Soma Mukherjee @cook_15520716

মন্তব্যগুলি

Similar Recipes