পোটাটো চীজ প্যান কেক (Potato cheese pancake recipe in Bengali)

Debalina Mukherjee Maitra
Debalina Mukherjee Maitra @cook_26145873

#ভাজাররেসিপি
#আমিরান্নাভালোবাসি
এখন খুব সহজেই আমরা বাড়িতে বানাতে পারবো মুখরোচক এই স্ন্যাকস পটেটো চীজ প্যানকেক। সহজ এই রেসিপি শুধু বাচ্চা দের না বড়দেরও খুব পছন্দের। এটা ঝটপট তৈরী হয়ে যায়।

পোটাটো চীজ প্যান কেক (Potato cheese pancake recipe in Bengali)

#ভাজাররেসিপি
#আমিরান্নাভালোবাসি
এখন খুব সহজেই আমরা বাড়িতে বানাতে পারবো মুখরোচক এই স্ন্যাকস পটেটো চীজ প্যানকেক। সহজ এই রেসিপি শুধু বাচ্চা দের না বড়দেরও খুব পছন্দের। এটা ঝটপট তৈরী হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 -3 জন
  1. 2 টি মাঝারি আলু
  2. 1 টামিহি করে কাটা পেঁয়াজ
  3. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  4. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. স্বাদমতোনুন
  6. 1/4 কাপচীজ
  7. 1 টাডিম
  8. 3 চাচামচধনেপাতা কুুচি
  9. 1-2 চা চামচকর্নফ্লাওয়ার
  10. পরিমাণ মতোজল (মাখার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলু গুলোকে ভালো করে গ্রেটার এ গ্রেট করে নিতে হবে। তারপর একটা পাতলা কাপড়ে গ্রেট করা আলু দিয়ে ভালো করে আলুর মধ্যে যে জল আছে সেটাকে বের করে নিতে হবে যাতে কোনো জল না থাকে আলুতে।

  2. 2

    এবার ওই জল ঝড়ানো আলুর মধ্যে একে একে নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, চীজ, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে। যদি ।মনে হয় মিশ্রণ তা একটু শক্ত সেক্ষেত্রে একটু জল দেওয়া যেতে পারে।

  3. 3

    এবার সব একসাথে মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানাতে হবে। তারপর গ্যাস এ প্যান গরম করে অল্প তেল দিতে হবে । তারপর অল্প অল্প করে মিশ্রণ নিতে ছোট ছোট প্যানকেক এর মতন বানিয়ে তেলে অল্প আঁচে ভাজতে হবে।

  4. 4

    ধৈর্য ধরে হালকা আঁচে ভাজার পর যখন 2 দিক থেকেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিলেই রেডি গরম গরম Potato Cheese pancake।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debalina Mukherjee Maitra

Similar Recipes