পুর ভরা পালং বেণি সমোসা

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#পঞ্চসখীরহেঁসেল
#মাইমিস্ট্রিবক্স

পুর ভরা পালং বেণি সমোসা

#পঞ্চসখীরহেঁসেল
#মাইমিস্ট্রিবক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপপালং
  2. 1টা আলু
  3. 2টো কাঁচা লঙ্কা
  4. 1/4টেবিল চামচ জিরের গুঁড়ো
  5. 1/4টেবিল চামচ ধনের গুঁড়ো
  6. 1/4 কাপচিনা বাদাম
  7. 2টেবিল চামচ সর্ষের তেল
  8. 1/4টেবিল চামচ আদা
  9. 1/4টেবিল চামচ রসুন
  10. 2টেবিল চামচ পেঁয়াজ
  11. 1/4টেবিল চামচ মিষ্টি
  12. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. 1টেবিল চামচ ধনেপাতা
  14. 1টেবিল চামচ পাতি লেবুর রস
  15. 2 কাপময়দা
  16. 2টেবিল চামচ মাখন
  17. 1টা ডিম
  18. স্বাদ মতোনুন
  19. প্রয়োজন মতো জল
  20. পর্যাপ্ত পরিমাণভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পালং শাক ধুয়ে কড়াইতে নেড়ে জল টানিয়ে মিক্সি তে পেস্ট করে নিতে হবে । পালং শাক এর কাঁচা গন্ধ অনেক টা চলে যাবে ।

  2. 2

    পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।ডিম ফাটিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে ।

  3. 3

    পালং পেস্ট অল্প অল্প করে দিয়ে মেখে নরম ডো তৈরি করতে হবে ।প্রয়োজনে জল দিতে হবে ।

  4. 4

    ডো ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 15 / 20 মিনিট ।

  5. 5

    ননস্টিকের প্যানে তেল গরম করে আদা ও রসুন বাটা অল্প ভাজতে হবে । পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভাজতে হবে । কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ।

  6. 6

    সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে জিরে, ধনের গুঁড়ো, সামান্য মিষ্টি, পাতি লেবুর রস, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, আধ ভাঙা বাদাম ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নিতে হবে । পুর তৈরি ।

  7. 7

    ডো আবার 2 মিনিট মেখে নিয়ে মিডিয়াম লেচি করতে হবে । বড় করে বেলে চারপাশ সমান করে কেটে নিতে হবে ।চার অংশ যেন সমান থাকে ।

  8. 8

    মাঝখানে রেখে সোজা ও আড় ভাবে চারটে অংশ কেটে নিতে হবে । একটি অংশের মাঝখানে পুর দিয়ে ঠিক তার বিপরীত অংশের সাথে জুড়ে দিতে হবে ।

  9. 9

    বাকি দুটো অংশ কে ছুরি দিয়ে সমান ছোট ছোট লম্বা করে কেটে নিতে হবে । চুলের বেণীর মতো করে উপরে লাগিয়ে দিতে হবে ।

  10. 10

    ননস্টিকের প্যানে তেল গরম হলে পালং বাদাম বেনি সমোসাগুলো একটা একটা করে ভেজে নিতে হবে । গারনিশের জন্য অল্প চিজ ছড়িয়ে দিতে হবে । গরম গরম সসের সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes