#মশালা পালং পনির

SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

#দিকিচেনকুইন্স
#মাই মিষ্ট্রি বক্স
পনির তৈরির সময় বিভিন্ন মশলা ও পালংশাক কুচি ব্যবহার করে পনির বানিয়েছি।মশালা পালং পনির খেতে খুব টেষ্টি। রুটি , লুচি , পরোটা , পোলাও, রাইসের সাথে পরিবেশন করা যায় ।

#মশালা পালং পনির

#দিকিচেনকুইন্স
#মাই মিষ্ট্রি বক্স
পনির তৈরির সময় বিভিন্ন মশলা ও পালংশাক কুচি ব্যবহার করে পনির বানিয়েছি।মশালা পালং পনির খেতে খুব টেষ্টি। রুটি , লুচি , পরোটা , পোলাও, রাইসের সাথে পরিবেশন করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২ জনেের
  1. পনির তৈরীর উপকরণ :----
  2. ৫০০মিলিফুল ফ্যাট দুধ
  3. ৩ টেবিল চামচফেটানো দই
  4. ১/৪কাপমিহি করে কুচানো পালং
  5. ১চিমটিগরম মশলা গুঁড়ো
  6. ১চিমটিচিলিফ্লেক্স
  7. ১চিমটিকালো মরিচ গুঁড়ো
  8. ১চিমটিভাজা জিরাগুঁড়ো
  9. গ্রেভির উপকরন:-
  10. ১টিপেঁয়াজ কুচি
  11. ২ চা চামচভাজা বাদাম
  12. ১টিটমাটো কুচি
  13. ৩কোয়ারসুন কুচি
  14. ১চা চামচআদা কুচি
  15. ১চা চামচধনে গুঁড়ো
  16. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  17. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  18. ১/২চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  19. ১চিমটিকসুরীমেথি
  20. ১চিমটিগরম মশলা
  21. ১টেবিল চামচসাদা তেল
  22. ১ টেবিল চামচবাটার
  23. ১ টেবিল চামচফ্রেশ ক্রিম
  24. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    দুধ আঁচে জ্বালে বসিয়ে ফুটে উঠলে পালং, ও উপরে উল্লেখিত মশলা ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প ফেটানো দই দিয়ে ছানাা কাটিয়ে নিয়েছি।

  2. 2

    এরপর পরিস্কার কাপড়ে ছানা ছেঁকে নিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে, তারপর জল নিংড়ে একটা ভারী বস্তু ২০ মিনিট চাপিয়ে রেখেছি। পনির তৈরি হলে ৪ টুকরো করে নিয়েছি

  3. 3

    ঐ সময় ফ্রাই প্যানে ১ টেবিল চামচ সাদা তেল গরম করে একে একে রসুনকুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি একটু ভেজে, টমাটো কুচি, ভাজা বাদাম দিয়ে আরো একটু ভেজে নিয়েছি।

  4. 4

    সব ভাজা মশলা ও কসুরিমেথি মিক্সারে পেষ্ট করে নিয়েছি।

  5. 5

    প্যানে বাটার দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে, ভাজা মশলার পেষ্ট দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে নিয়েছি। ১/২কাপ জল, স্বাদমত নুন, দিয়ে ফুটে উঠলে মশলা পালং পনির, গরম মশলা দিয়ে ৩-৪ মিনিট রান্না করতে হবে ।ফ্রেশ ক্রিম দিয়ে ১ মিনিট রান্না করলেই তৈরি মশালা পালং পনির।

  6. 6

    গরম গরম পরিবেশন করুন মশালা পালং পনির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

মন্তব্যগুলি

Similar Recipes