স্ট্রিম প্রন পাইন্যাপল উইথ পাইন্যাপল ডিপ

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#ট্যুইস্টঅফটেস্ট
#টেকনিকউইক

স্ট্রিম প্রন পাইন্যাপল উইথ পাইন্যাপল ডিপ

#ট্যুইস্টঅফটেস্ট
#টেকনিকউইক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 টেগলদা চিংড়ি
  2. পরিমানমতঅলিভ অয়েল-
  3. 1চা চামচফ্রেঞ্চ মাস্টারড
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1চা চামচ রসুন কুচি
  6. পরিমানমতলেবুর রস
  7. পরিমানমতআনারসের রস
  8. স্বাদমত নুন ও চিনি
  9. স্বাদমতগোলমরিচের গুঁড়ো
  10. 1চা চামচরেড ওয়াইন
  11. 2স্লাইসআনারস
  12. 1 টাঅ্যালুমিনিয়াম ফয়েল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গলদা চিংড়ি গুলোকে ভাল করে ধুয়ে নিয়ে, এর মধ্যে একে একে অলিভ ওয়েল,ফ্রেঞ্চ মাস্টারড,রসুন বাটা,লেবুর রস,আনারসের রস, গোলমরিচের গুঁড়ো, ওয়াইন, নুন, চিনি দিয়ে ম্যারিনেট করে রাখলাম সারা রাত্রি ধরে ।

  2. 2

    ম্যারিনেট হয়ে গেলে চিংড়ি গুলোকে স্টিকে গেঁথে নিলাম ।

  3. 3

    আনারসের স্লাইস কেটে তার উপর চিংড়ির স্টিক দিয়ে,তার উপর আবার আনারসের স্লাইস দিয়ে ঢেকে দিলাম এবং পুরো জিনিষ টা একটা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখলাম।

  4. 4

    অ্যালুমিনিয়াম ফয়েলটা ভাল করে মুড়ে নিয়ে একটা বাঁশের স্টিমারের ভিতর এটা রাখলাম।

  5. 5

    এবার বাঁশের স্টিমার টা, একটা ফুটন্ত জলের পাত্রের উপর বসিয়ে ঢাকা দিয়ে, আচেঁ পুরো জিনিষ টা স্টিম করলাম 30-40 মিনিট সময়।

  6. 6

    ডিপ এর জন্য- কড়াইতে অলিভ ওয়েল গরম করে নিয়ে, রসুন কুচিদিয়ে নাড়াচড়া করে নিয়ে একে একে আনারসের রস,গোলমরিচের গুঁড়ো,নুন,চিনি দিয়ে ভাল করে মিশিয়ে জ্বাল দিয়ে থিক সস বানাতে হবে ।তারপর সস্ টা একটু ঠান্ডা হলে এর মধ্যে একটু ওয়াইন দিয়ে দেব।

  7. 7

    এবার একটা সারভিং প্লেটে, ভাপানো আনারসের স্লাইস গুলো রেখে তার উপর ভাপানো প্রনের স্টিক গুলো রেখে, উপর থেকে অল্প পাইন্যাপল ডিপ ছড়িয়ে, সাথে আর একটা পাত্রে পাইন্যাপল ডিপ টা দিয়ে সাজিয়ে পরিবেশন করব ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

মন্তব্যগুলি

Similar Recipes