রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ৫০০ মি.লিদুধ
  2. ১০০ গ্রাম গুঁড়া দুধ
  3. ৪ টেবিল চামচ কনডেন্সড্ মিলক্
  4. ১ টেবিল চামচ ঘি
  5. ১ চা চামচ পেশ্তা কুঁচি
  6. ১ চা চামচ কাজু কুঁচি
  7. ১ চা চামচ কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমেই একটি পাত্রে ঘি গরম করুন। তারপর দুধ মেশান ও নাড়তে থাকুন। যতক্ষণ না দুধ ঘন হয়ে অর্ধেক হবে।

  2. 2

    দুধ অর্ধেক হয়ে গেলে গুঁড়া দুধ মেশান।ভাল করে হাতা দিয়ে মেশান যাতে কোনো ডেলা না থাকে।

  3. 3

    দুধ আরও ঘন হয়ে গেলে কনডেন্স্ড মিল্ক মেশান। আরও মিনিট ৫ একভাবে নেড়ে যান। নাহলে দুধ ধরে যেতে পারে।

  4. 4

    এবারে দুধ একদম ঘন হয়ে আসবে। পাত্র থেকে ছেড়ে চলে আসবে মণ্ডের আকার নেবে। তখনই বুঝবেন খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে।

  5. 5

    আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। হালকা লাল রং ধরলে নামিয়ে নিন একটি প্লেটে। চাইলে পেশ্তা, কাজু কুঁচি ও কিশমিশ মিশিয়ে নিয়ে পরিবেশণ করে দিন খোয়া ক্ষীর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes