ভেজিস মিটবল কারি

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

#পঞ্চকন্যারহেঁশেল
#প্রেজেন্টশন

ভেজিস মিটবল কারি

#পঞ্চকন্যারহেঁশেল
#প্রেজেন্টশন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জনের জন্য
  1. ২৫০ গ্রাম মুরগির মাংস
  2. ১ চা চামচ নুন
  3. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. ১ চা চামচ সয়া সস
  5. ১ চা চামচ ভিনিগার
  6. ১/২ কাপ টমেটো সস
  7. ২ টি বড় পেঁয়াজ
  8. ৪-৫ কোয়া রসুন কুচি​
  9. ১/২ সবুজ ক্যাপসিকাম
  10. ১/২ হলুদ ক্যাপসিকাম
  11. ১/৩ লাল ক্যাপসিকাম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    মুরগির মাংস এবং সমস্ত সবজি টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর মিক্সার জারে মাংসের টুকরো, নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সয়া সস, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং স্প্রিং ওনিয়ন এর টুকরো একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে মন্ডের মত তৈরি করে নিতে হবে।

  3. 3

    এরপর একটা পাত্রে জল গরম করে নিতে হবে।

  4. 4

    এরপর মাংসের মন্ড থেকে লেচি কেটে গোলাকার বলের মত মিট বল তৈরি করে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে যাতে বলগুলো সিদ্ধ হয়ে যায়।

  5. 5

    বলগুলো সেদ্ধ হয়ে জলের ওপরে ভেসে উঠলে জল থেকে তুলে জল ঝরিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে।

  7. 7

    তেল গরম হলে ওতে রসুন কুচি ফোঁড়ন দিতে হবে।

  8. 8

    ফোঁড়নের গন্ধ বেরোলে এবার কড়াইতে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি দিয়ে আরো ১ মিনিট ভেজে নিতে হবে।

  9. 9

    ১ মিনিট পর ভাজা সবজির মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস ও ভিনিগার দিয়ে আরো ১ মিনিট ভেজে নিয়ে মিটবলগুলো দিয়ে দিতে হবে।

  10. 10

    মিটবলগুলো ভাজা হলে এবার ওর মধ্যে টমেটো সস, ভিনিগার, সয়া সস, নুন, চিনি ও জল মিশিয়ে একটা মিশ্রন তৈরি করে ঢেলে দিতে হবে এবং গা মাখা না হওয়া অবদি ফুটিয়ে যেতে হবে।

  11. 11

    তৈরি ভেজিস মিটবল কারি। পরিবেশনের সময় ওপর থেকে স্প্রিং ওনিয়ন কুচানো ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes