ভেজ চিকেন কাটলেট(veg chicken cutlet recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

চায়ের সাথে সন্ধ্যাবেলার স্নাক্স হিসাবে খুব জমে যায় এই রেসিপিটি। গাজর ,ফুলকপি,স্প্রিং অনিয়ন ও চিকেন দিয়ে তৈরি করা এই কাটলেট। খেতে দুর্দান্ত হয়েছিল।

ভেজ চিকেন কাটলেট(veg chicken cutlet recipe in Bengali)

চায়ের সাথে সন্ধ্যাবেলার স্নাক্স হিসাবে খুব জমে যায় এই রেসিপিটি। গাজর ,ফুলকপি,স্প্রিং অনিয়ন ও চিকেন দিয়ে তৈরি করা এই কাটলেট। খেতে দুর্দান্ত হয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জন
  1. ২৫০ গ্রাম চিকেন কিমা
  2. ২টো সেদ্ধ আলু
  3. ১ কাপ গ্রেটেড ফুলকপি ও গাজর
  4. ৪টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি
  5. ২ টো পেঁয়াজ আধা বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ৬ টা কাঁচা লঙ্কা বাটা
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ২চা চামচ রোস্টেড ধনে,জিরে,ছোট এলাচ,বড় এলাচ,দারচিনি ও লবঙ্গ গুঁড়ো
  10. স্বাদ মতলবণ
  11. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  12. প্রয়োজন অনুযায়ীপরিবেশনের জন্য টমেটো কেচাপ
  13. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  14. ২ টো ডিম
  15. ৪ চা চামচ কর্নফ্লাওয়ার
  16. পরিমাণ মত বিস্কুটের গুঁড়ো
  17. ৪-৫ টা আইস ক্রিম স্টিক

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আলু সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে

  2. 2

    কড়াইতে সাদা তেল ভালো গরম হলে ওর মধ্যে ফুলকপি,গাজর দিয়ে ২ মিনিট নেড়ে চেড়ে আদা, রসুন লঙ্কা,পেঁয়াজের পেস্ট ও চিকেন কিমা, লঙ্কা গুঁড়ো ও স্প্রিং অনিয়ন কুচি দিয়ে মিডিয়াম আচে ১৫ মিনিট কষাতে হবে। এইসময় স্বাদমতো লবণ দিতে হবে।

  3. 3

    এরপর ম্যাশ করা আলু ও রোস্টেড গুঁড়ো মসলা দিয়ে ভালো করে মিশিয়ে আরো ৭-৮ মিনিট নাড়তে হবে _যতক্ষণ না পর্যন্ত পুর কড়াই থেকে ছেড়ে আসে।

  4. 4

    এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার, ডিম ও সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে।

  5. 5

    একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো রাখতে হবে

  6. 6

    চিকেনের পুর থেকে কাটলেট এর আকারে গড়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় ২বার কোটিং করে কিছু কাটলেট এর মাঝখানে একটা করে আইস ক্রিম স্টিক গেঁথে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। আবার কিছু চপের আকারে গড়ে ডিপ ফ্রাই করতে হবে।

  7. 7

    এরপর টমেটো কেচাপ,শসা ও পিয়াজ এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes