ক্যাবেজ মাটন  রোল (cabbage mutton roll recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

# ফুড টক

ক্যাবেজ মাটন  রোল (cabbage mutton roll recipe in Bengali)

# ফুড টক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপবাঁধাকপি
  2. 6-7টা বড় বাঁধাকপি র পাতা
  3. 1টা পেঁয়াজ
  4. 1টেবিল চামচ রসুন
  5. 2টো কাঁচা লঙ্কা
  6. 1টেবিল চামচ টমেটো সস
  7. 1টেবিল চামচ সয়া সস্
  8. 1/2টা টমেটো
  9. 1/2টা আলু
  10. 4টেবিল চামচ ধনেপাতা
  11. 2 টুকরোমাটন
  12. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. 1/2চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  14. 2.5 টেবিল চামচ তেল
  15. 1টেবিল চামচ লেবুর রস
  16. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি ।
  17. 1/2টেবিল চামচ আদা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বাঁধাকপি ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে।
    6/7 টা বড় বাঁধাকপি র পাতা ভালো করে ধুয়ে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে 1/2 টেবিল চামচ তেল দিয়ে পাতা গুলো 1 মিনিট ফুটিয়ে তুলে নিতে হবে ।

  3. 3

    বাঁধাকপি জিরি জিরি করে কেটে নিতে হবে ।বাঁধাকপি ও আলু জলে ভাপিয়ে নিতে হবে ।

  4. 4

    পেঁয়াজ, ধনেপাতা,ক্যাপসিকাম, রেড বেল পেপার, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে কেটে নিতে হবে ।

  5. 5

    পেসার কুকারে মাটন সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিতে হবে । রসুন ও আদা পেস্ট করে নিতে হবে । আলু গ্রেড করে নিতে হবে ।

  6. 6

    ওভেনে ননস্টিকের কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে রসুন ও আদা পেস্ট দিয়ে নাড়তে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ।

  7. 7

    মাটন টুকরো দিয়ে, নুন ও হলুদ দিয়ে 2 মিনিট ভেজে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, রেড বেল পেপার, ধনেপাতা ও আলু দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে।

  8. 8

    সোয়াসস্, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,প্রয়োজন মতো মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট নেড়ে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  9. 9

    বাঁধাকপি র বড় পাতা নিয়ে একপাশে তৈরী করা পুর দিয়ে রোলের আকারে তৈরী করে টুথপিক দিয়ে আটকে দিতে হবে ।

  10. 10

    মাইক্রোওয়েভ পাত্রে অল্প বাটার মাখিয়ে তৈরী করা রোল গুলো রেখে উপর থেকে আবারও অল্প করে বাটার লাগিয়ে দিতে হবে ।

  11. 11

    250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10থেকে 15 মিনিট গরম করলে ই তৈরী হয়ে যাবে ক্যাবেজ রোল । গরম গরম সস ও স্যালাড এর সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes