ক্যাবেজ রোল(cabbage roll recipe in Bengali)

Sharanaya Chakraborty
Sharanaya Chakraborty @cook_27830777
Siliguri

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
#myfirstrecipe

ক্যাবেজ রোল(cabbage roll recipe in Bengali)

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
#myfirstrecipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ১ কাপ বাঁধাকপি কুচি
  2. ২ টা কচি বাঁধাকপির পাতা
  3. ১ কাপ ফুলকপি কুচি
  4. ২ টেবিল চামচ কড়াইশুঁটি দানা
  5. ১ টা গাজর কুচি
  6. ১ টা ক্যাপ্সিকাম কুচি
  7. ১ টা পেঁয়াজ কুচি
  8. ১/২ ইঞ্চি আদা কুচি
  9. ২ টা কাঁচা লঙ্কা
  10. ১ টা আলু সেদ্ধ করা
  11. ১/২ কাপ ধনেপাতা কুচি
  12. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. স্বাদ মতোনুন
  16. ১ টেবিল চামচ কসুরি মেথি গুঁড়ো করে নেওয়া
  17. ১টেবিল চামচ সোয়া সস
  18. পরিমান মতো রিফাইন্ড তেল
  19. পরিমান মতডেকোরেশনের জন্য ধনে পাতা, গাজর, টমেটো পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে কোরাইশুঁটি, ছোট কুচি করে কাটা ফুলকপি, বাঁধাকপি গরম জলে এ একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর অল্প স্টিম এ গাজর কুঁচি, ক্যাপ্সিকাম কুচি, পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি, লঙ্কা কুঁচি, বাঁধাকপি কচানো সেদ্ধ এবং সেদ্ধ করা আলু একসাথে সাদা তেলে ভাজা শুরু করতে হবে।

  2. 2

    এবার এতে পরিমান মতো লবণ, লঙ্কার গুঁড়ো, চিনি, কাসৌরি মেথি, হলুদ, ধনেপাতা, গোল মরিচ গুঁড়ো ও সোয়া সস দিয়ে ভালো ভাবে মিশিয়ে ভাজা তৈরি করতে হবে। গাজর, টমেটো, পেঁয়াজ ও ধনেপাতা র স্যালাদ সহযোগে সাজিয়ে পরিবেশন করতে হবে.

  3. 3

    বেশ ভালো ভাবে ভাজা হলে
    সেদ্ধ করা বড়ো বাঁধাকপি পাতায় পুর ভোরে দিতে হবে ও টুথ পিক দিয়ে আটকে দিয়ে সাদা তেল এ ভালো ভাবে ভেজে তুলে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharanaya Chakraborty
Siliguri

Similar Recipes