চিংড়ি রসিলা (chingri rasila recipe in Bengali)

Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

#ইবুক, পোস্ট নং ১৩

চিংড়ি রসিলা (chingri rasila recipe in Bengali)

#ইবুক, পোস্ট নং ১৩

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জন
  1. ৫০০ গ্রাম চিংড়িমাছ
  2. ৫-৬ চা চামচসর্ষের তেল
  3. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ নুন
  5. ২ টা তেজপাতা
  6. ১ টুকরো দারচিনি
  7. ২-৩ টা এলাচ
  8. ১/২ চা চামচ জিরা গুড়ো
  9. ১/২ চা চামচ ধনে গুড়ো
  10. ১/২ চা চামচ চিনি
  11. ১ চা চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
  12. ৪-৫ টা চেরা কাঁচা লঙ্কা
  13. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ২-৩ চা চামচ ধনেপাতা কুচি
  15. ১ টা টমেটো কুচি
  16. ২ টা পেঁয়াজ বাটা
  17. ১ চা চামচ আদা বাটা
  18. ২-৩ কোয়া রসুন গ্রেট করা
  19. ১/২ চা চামচ টক দই
  20. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    একটা কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে। এরমধ্যে এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে ভাজতে হবে ।

  2. 2

    এবার এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো,চিনি মেশাতে হবে। তারপর মেশাতে হবে আদা বাটা।

  3. 3

    এর মধ্যে গরম মসলা বাদে আর সব গুঁড়ো মশলা গুলো দিতে হবে। তারপর মসলার টা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল ছেড়ে আসা।

  4. 4

    এরপর টক দই ফেটে মেশাতে হবে মিশ্রণটার সঙ্গে।

  5. 5

    আর একটা কড়াইতে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবারে এর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে পরিমাণ মতন জল দিতে হবে।

  6. 6

    একটু গা মাখা করে নামিয়ে নিতে হবে । চিংড়ি রসিলা পরিবেশনের জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Majumder
Sharmila Majumder @cook_15520754

মন্তব্যগুলি

Similar Recipes