কদমফুল মোমো (চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং) (kadamful momo recipe in Bengali)

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

#চালের রেসিপি

কদমফুল মোমো (চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং) (kadamful momo recipe in Bengali)

#চালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জনের জন্য
  1. ২০০ গ্রাম চিকেন
  2. ১০০ গ্রাম চাল
  3. ১ চা চামচ নুন
  4. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ১ চা চামচ ভিনিগার
  6. ১/২ চা চামচ সয়াসস
  7. ৪-৫ টি ছোট পেঁয়াজ
  8. ১ চা চামচ রসুন বাটা
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১/৪ কাপ পেঁয়াজশাক
  11. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  12. প্রয়োজন অনুযায়ীসামান্য তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে।

  2. 2

    চাল জলে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট ধরে।

  3. 3

    পেঁয়াজ এবং পেঁয়াজশাক মিহি করে কুচিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর চিকেন কিমার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সয়াসস, কুচানো পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, কর্নফ্লাওয়ার আর কুচানো পেঁয়াজশাক দিয়ে সবটাকে ভালো করে মন্ডের আকারে মেখে নিতে হবে।

  5. 5

    এরপর ঐ মন্ডপ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে এবং আগে থেকে ভিজিয়ে রাখা চালের উপর গড়িয়ে নিতে হবে।

  6. 6

    এরপর স্টিমারে জল বসাতে হবে। জল গরম হলে ওর ওপর পাত্র বসাতে হবে। তারপর পাত্রে অল্প তেল ব্রাশ করে এক এক করে বলগুলো বসিয়ে ওপর থেকে চাপা দিতে হবে।

  7. 7

    এরপর দশ মিনিট স্টিমে বলগুলো স্টিম করে নিলেই তৈরি কদমফুল মোমো (চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes