পাপড়ি চাট

Reshmi Mitra
Reshmi Mitra @cook_16962941
Kolkata

পাপড়ি চাট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ময়দা
  2. ১/৪ কাপ সুজি
  3. ২ টেবিল চামচঘি
  4. ১/২চা চামচলবন -
  5. ১০ টাপুদিনা পাতা
  6. ১ মুঠোধনেপাতা
  7. ১/২ ইঞ্চিআদা
  8. স্বাদ মতোচিনি
  9. পরিমাণ মতোতেঁতুল
  10. ১ চা চামচ ভাজা জিরা
  11. পরিমাণ মতোভুজিয়া
  12. পরিমাণ মতো সাদা তেল
  13. ২-৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  14. ১ চা চামচচাট মশলা
  15. 2 টোআলু সিদ্ধ
  16. ২ টেবিল চামচটকদই -এর সঙ্গে চিনি, নুন ফেটানো।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পাপড়ি বানানোর জন্য একটা বাটিতে, ময়দা, সুজি, ঘি, লবন সব দিয়ে ভালো করে মেখে ডো বানাতে হবে। এবং ডোটাকে ১০ মিনিট রেষ্ট এ রেখে, সাদা তেল এ ছোটো ছোটো, গোল, গোল করে কেটে পাপড়ি আকারে ভাজতে হবে।

  2. 2

    এবার তেঁতুলের এর চাটনি বানানোর জন্য প্রথমে কড়াই তে তেতুল এর ক্বাথ টাকে দিয়ে, তার মধ্যে বড়ো ২ চামচ চিনি, সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে তেঁতুলের এর চাটনি বানাতে হবে।

  3. 3

    এবার ধনেপাতা, পুদিনা পাতা, আদা, সামান্য নুন, কাচা লঙ্কা, দিয়ে মিক্সিং বোলে পেষ্ট বানাতে হবে। তৈরি ধনেপাতা, পুদিনা পাতা চাটনি।

  4. 4

    এবার প্লেটিং করতে হবে, একটা প্লেটে, পাপড়ি গুলি সাজাতে হবে, তার পর, আলু সিদ্ধ, তেঁতুলের এর চাটনি, পুদিনা, ধনেপাতা চাটনি, পেঁয়াজ কুচি, টকদই, ভুজিয়া, ভাজা জিরা, চাটনি মসলা, সব দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Mitra
Reshmi Mitra @cook_16962941
Kolkata
Myself is a teacher of Bengali literature and possess keen interest in cooking.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes