ম্যাগি নুডলস অমলেট(maggi noodles omlette recipe in Bengali)

Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

#Masterclass Recipe 1
নুডলস দিয়ে তৈরি এই ডিমের অমলেট খেতে খুবই মজাদার আর বানানো একদমই সহজ। এই ডিশটি আপনারা সকালের জলখাবার বা বিকেলের নাস্তাতেও খেতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দের নুডলস দিয়ে এই অমলেট আপনারা তাদের স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারেন।

ম্যাগি নুডলস অমলেট(maggi noodles omlette recipe in Bengali)

#Masterclass Recipe 1
নুডলস দিয়ে তৈরি এই ডিমের অমলেট খেতে খুবই মজাদার আর বানানো একদমই সহজ। এই ডিশটি আপনারা সকালের জলখাবার বা বিকেলের নাস্তাতেও খেতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দের নুডলস দিয়ে এই অমলেট আপনারা তাদের স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10-15mins
6 servings
  1. 4টে ডিম
  2. 2টো ছোট প্যাকেট নুডলস (Chotu Maggi)
  3. 2পেঁয়াজ কুচি
  4. 1টমেটো কুচি
  5. স্বাদমতোকাঁচা লঙ্কা কুচি
  6. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  7. 1/2 চা চামচ চাট মশলা
  8. 2প্যাকেট ম্যাগি নুডলস মশলা
  9. স্বাদ মতন লবন
  10. 1 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

10-15mins
  1. 1

    ডিম গুলো ভালো করে ফেটিয়ে নেবেন, তার মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা নুডলস দিয়ে দেবেন।

  2. 2

    তারপর পেঁয়াজ,টমেটো,কাঁচা লঙ্কা,ধোনে পাতা, চাট মশলা, নুডলস মশলা ও লবন দেবেন। সব উপকরন ভালো ভাবে মিশিয়ে নেবেন।

  3. 3

    এরপর ফ্রাইংপ্যানে তেল গরম করে তার মধ্যে ডিম ও নুডলসের মিশ্রণটি দিয়ে দিন ও একটি দিক খুব ভালো করে ভেজে নিন। এর পর একটি প্লেট প্যানের উপরে রাখুন ও প্যান টি প্লেটের উপরে উল্টে দিন। খুব সাবধানে এই কাজটি করবেন যেন হাতে গরম তাপ না লাগে সেই খেয়াল রাখবেন।

  4. 4

    প্যানটি সরিয়ে দেখবেন এক দিক কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর প্যানটি আবারও গ্যাস স্টোভে বসিয়ে দেবেন ও প্লেটে রাখা অমলেট তার মধ্যে দিয়ে দেবেন।মনে রাখবেন যেই দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা কিন্তু এবারে প্যানে দিতে হবে আর যেদিক টি ভাঁজা হয়ে গেছে সেটি ওপরের দিকে দেবেন। আর কাঁচা দিকটিও ভালো ভাবে ভেঁজে নেবেন।

  5. 5

    এরপর গরম গরম এই নুডলস ওমলেট আপনার পছন্দের কেচপের এর সঙ্গে পরিবেশন করবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

মন্তব্যগুলি

Similar Recipes