রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮০০ গ্রাম চিকেন
  2. ১০০ গ্রাম জল ঝরানো টক দই
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ৮-১০ কোয়া রসুন
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  8. ১/৪ কাপ কাজুবাদাম ও চারমগজ
  9. ১টেবিল চামচ পোস্তদানা বাটা
  10. ১ চা চামচ চাপের মসলা (জায়ফল,জয়িত্রী সাজিরা,সামরিচ, এলাচ, লবঙ্গ ও দারচিনি ভেজে গুঁড়ো করা)
  11. ২ ফোঁটা মিষ্টি আতর
  12. ১ কাপ দুধ কেশর ভেজানো
  13. ২ টো এলাচ
  14. ২টো লবঙ্গ
  15. ১ টুকরো দারুচিনি
  16. ১ টা তেজপাতা
  17. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  18. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাজুবাদাম,চারমগজ, পোস্তদানা ও টক দই এক সাথে ব্লেন্ড করে নিন

  2. 2

    এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাপের মসলা গুঁড়ো,নুন ও মিষ্টি আতর মেশান এবং চিকেন ম্যারিনেট করে রাখুন ৩-৪ ঘন্টা

  3. 3

    প্যানে তেল গরম করে তাতে চিকেন দিয়ে ভালো করে ভাজুন, উল্টে পাল্টে নিন

  4. 4

    ভাজা হলে তুলে নিন এবং গোটা গরম মসলা দিয়ে দিন, ম্যারিনেশনের মসলা প্যানে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন

  5. 5

    আঁচ কমিয়ে দিন এবং ভালো করে সেদ্ধ হয়ে গেলে কেশর ভেজানো দুধ দিয়ে মিশিয়ে নিন এবং ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন বিরিয়ানি বা পরোটার সঙ্গে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal
https://www.facebook.com/Susmitas-kichen-833153793500528/my fb page
আরও পড়ুন

Similar Recipes