নুডলস অমলেট পিৎজা(Noodles Omlette Pizza recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#GA4
#week2
দ্বিতীয় সপ্তাহের ধাঁধা থেকে আমি দুটো শব্দ বেছে নিয়েছি। নুডলস ও অমলেট।
ছোটদের জলখাবার এর একঘেয়েমি কাটানোর জন্য এটা দারুণ সুস্বাদু রেসিপি ।

নুডলস অমলেট পিৎজা(Noodles Omlette Pizza recipe in Bengali)

#GA4
#week2
দ্বিতীয় সপ্তাহের ধাঁধা থেকে আমি দুটো শব্দ বেছে নিয়েছি। নুডলস ও অমলেট।
ছোটদের জলখাবার এর একঘেয়েমি কাটানোর জন্য এটা দারুণ সুস্বাদু রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 2 প্যাকেটনুডলস
  2. 1 টা বড়গাজর
  3. 1 টাক্যাপ্সিকাম
  4. 2 টিকাঁচা লঙ্কা
  5. স্বাদ মতোনুন
  6. 2 টোডিম
  7. 1 টা বড়পেঁয়াজ
  8. 1 চা চামচপিৎজা সস
  9. 3 চা চামচস্প্রেড চীজ
  10. 1 টাটমেটো ছোট
  11. 4 চা চামচসাদা তেল
  12. 1 চা চামচমরিচ গুঁড়ো
  13. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে গাজর ও ক্যাপ্সিকাম ও লঙ্কা কুচি করে নিতে হবে। টপিং এর জন্য টমেটো ও পেঁয়াজ কেটে রাখতে হবে। ডিম দুটো ফাটিয়ে নুন দিয়ে মিশিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে সবজি গুলো কে ভাজতে হবে।

  2. 2

    সবজি ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে নুডলস দিতে হবে। ঢেকে দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে।

  3. 3

    2 মিনিট পর তাতে নুন, গোল মরিচ গুড়ো, লঙ্কা গুড়ো দিয়ে নাড়তে হবে। আবার চাপা দিয়ে হতে দিতে হবে। জল টা পুরো যাতে শুকনো হয়ে যায় সেটা লক্ষ্য করতে হবে।

  4. 4

    জল টা শুকনো হয়ে গেলে নুডলস মাখা মাখা হয়ে যাবে। তখন ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে নুডলস এর ওপরে সমান ভাবে চারিদিকে ছড়িয়ে ঢেলে দিতে হবে। টপিং এর জন্য কেটে রাখা পেঁয়াজ ও টমেটো কুচি দিতে হবে। ওপরে চিজ দিতে হবে।

  5. 5

    1 মিনিট পর চিজ এর ওপর পিৎজা সস ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে ডিমের অমলেট টা হতে দিতে হবে।

  6. 6

    2 মিনিট পর ঢাকনা খুলে ডিশ এ নামিয়ে ছুরি দিয়ে কেটে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes