নুডুলস অমলেট (Noodles Omelette recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#GA4
#Week2
Week2 এর ধাঁধা থেকে নুডুলস ও অমলেট
বেছে নিয়েছি।সকালের ব্রেকফাস্টের খুবই সুস্বাদু একটি রেসিপি।

নুডুলস অমলেট (Noodles Omelette recipe in Bengali)

#GA4
#Week2
Week2 এর ধাঁধা থেকে নুডুলস ও অমলেট
বেছে নিয়েছি।সকালের ব্রেকফাস্টের খুবই সুস্বাদু একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
১-২জন
  1. ১ টিম্যাগির প্যাকেট
  2. ২ টিডিম
  3. ১ টিপেঁয়াজ কুচি
  4. ৪ টিলঙ্কা কুচি
  5. ১ টিটমেটো কুচি
  6. ১টেবিল চামচধনেপাতা কুচি
  7. স্বাদ মতনুন
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কড়া গরম করে এক প্যাকেট ম্যাগি অল্প জল, হাপ চা চামচ নুন ও ম্যাগির মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে, শুকনো ঝরঝরে করে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে দুটি ডিম ফেটিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি,হাপ চা চামচ গোলমরিচ গুঁড়ো,ধনেপাতা কুচি এবং স্বাদ মতো নুন ও হাপ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে সবগুলো দিয়ে একটি পাত্রে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াতে পরিমাণ মতো তেল গরম করে, ডিমের গোলা ঢেলে দিতে হবে। এবার ঐ ডিমের গোলার উপর একটি চামচ দিয়ে, তৈরি করা ঝরঝরে ম্যাগি দিয়ে সাজিয়ে দিতে হবে।

  4. 4

    এবার ডিমটি ভাঁজ করে নিতে হবে।এবার তৈরি নুডুলস অমলেট। এরপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes