রসগোল্লা

Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

#ইবুক পোস্ট নং -৭
#goldenapron2
#West Bengal state no-2

রসগোল্লা

#ইবুক পোস্ট নং -৭
#goldenapron2
#West Bengal state no-2

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 লিটারদুধের ছানা
  2. 1চা চামচ সুজি
  3. ৩কাপ চিনি
  4. ২টি এলাচ দানা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছানাটা জল ঝরিয়ে নিতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে ১কাপ জল দিয়ে সব চিনি টা দিয়ে একটা সিরা বা রস বানাতে দিতে হবে।

  2. 2

    একটি ছোট বাটিতে সুজি নিয়ে তাতে এক চা চামচ জল দিয়ে ভিজিয়ে ছোট ছোট বল করে নিতে হবে।এলাচের দানা গুলো বার করে,এলাচের খোসাটা রসের সাথে ফুটাতে দিতে হবে। ছানাটা ভালো করে মাখতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে নরম হয়ে আসে।ছানাটা অল্প অল্প নিয়ে গোল করে নিতে হবে,গোল করার সমায় ছানার মধ্যে সুজির বলগুলোর মধ্যে এলাচের একটি করে দানা দিয়ে গোলাকার করে নিতে হবে।

  3. 3

    এরপর গ্যাস কে ধিমে আঁচে রেখে ছানার বল গুলো কে চিনির রসের মধ্যে ফুটাতে দিতে হবে। যেই ফুটতে ফুটতে বলগুলো বড় হয়ে ফুলে উঠেবে তখন বোঝা যাবে যে রসগোল্লা গুলোহয়ে গেছে। এরপর নামিয়ে নিলেই তৈরি রসগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

মন্তব্যগুলি

Similar Recipes