মিক্স তরকা ডাল (mix tarka dal recipe in Bengali)

Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

#ইবুক পোস্ট নং ১১
#goldenapron2
পোস্ট 5
স্টেট পাঞ্জাব

মিক্স তরকা ডাল (mix tarka dal recipe in Bengali)

#ইবুক পোস্ট নং ১১
#goldenapron2
পোস্ট 5
স্টেট পাঞ্জাব

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪কাপ মিক্স তরকা ডাল
  2. ২চা চামচ আদা বাটা
  3. ১চা চামচ জিরা বাটা
  4. ১চা চামচ রসুন বাটা
  5. ৩টি পেঁয়াজ কুচি
  6. ১.৫চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১টি টমেটো কুচি করে কাটা
  8. ১টি তেজপাতা
  9. ২চা চামচ ধনে বাটা
  10. স্বাদ মতন নুন
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ী ধনে পাতা কুচি
  13. ১ চা চামচ ঘি
  14. ১/২চা চামচ গোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মিক্স ডাল টাকে ভালো করে ধুয়ে ২/৩ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে,যেই ডালটা সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন দিয়ে ভালো করে ফুটিয়ে ডালটা কে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে ৪চা চামচ তেল ও ঘি দিয়ে গরম হলে, জিরা ও তেজপাতা ফরণ দিয়ে পেয়াজ কুচি গুলো ভাজতে হবে, যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটো কুচি টা দিয়ে কিছুক্ষণ ভেজে বাকি বাটা মশলা গুলো (জিরা,ধনে,আদা ও রসুন বাটা)দিয়ে ভালো করে কষতে হবে,তাতে অল্প হলুদ গুরো ও লঙ্কা গুঁড়ো টা দিয়ে ভালো করে কষতে হবে।

  3. 3

    তারপর কষা মশলার সাথে ডাল সেদ্ধ টা দিয়ে ভালো করে কষে পরিমাণ মতন জল দিয়ে ফুটাতে দিতে হবে,কিছুক্ষন ফুটিয়ে তরকা ডালের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করলেই হবে মিক্স তরকা ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

মন্তব্যগুলি

Similar Recipes