লাউ শাকের তরকারি (lau shaker tarkari recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

লাউ শাকের তরকারি (lau shaker tarkari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জনের মতো
  1. 1বাটি লাউ শাক কেটে ধুয়ে জল ঝরানো
  2. আন্দাজমতো তেল
  3. 1 কাপকুমড়ো টুকরো করে কাটা
  4. 1টা আলু টুকরো করে কাটা
  5. 4টে সিম টুকরো করে কাটা
  6. 1 টাঝিঙে টুকরো করে কাটা
  7. 1টা ছোট বেগুন টুকরো করে কাটা
  8. 1চা চামচ কালো জিরে
  9. স্বাদমতোনুন চিনি
  10. 1চা চামচ হলুদ গুঁড়ো
  11. 2টো চেরা কাঁচা লঙ্কা
  12. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে লাউ শাক জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবং কেটে রাখা সবজি গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে

  2. 2

    ।এরপর গ্যাস একটি কড়াই বসিয়ে তেল গরম করে কালো জিরে লংকা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে নুন হলুদ ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে ধুয়ে রাখা লাউশাক গুলো দিয়ে দিতে হবে এবং সমস্ত গুলো একসাথে ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে সবজি থেকে এমনি জল বেরিয়ে আসবে যদি প্রয়োজন হয় অল্প জল দিতে হবে।

  3. 3

    এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকা সরিয়ে দেখে নিতে হবে সবজিগুলো এবং লাউ শাক ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে ইচ্ছেমতন ঝোল রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    এরপর গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

মন্তব্যগুলি

Similar Recipes