চট জলদি পেস্ট্রি (chat joldi pestri recipe in Bengali)

Paromita Dey
Paromita Dey @cook_17237001

চট জলদি পেস্ট্রি (chat joldi pestri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
  1. ১/২পাউন্ড পাউরুটি
  2. ২চা চামচ চিনি
  3. পরিমান মতোহলুদ রং
  4. প্রয়োজন অনুযায়ীবাটার স্কচ এসেন্সে
  5. ১কাপ দুধ অথবা জল
  6. প্রয়োজন অনুযায়ীওহইপিং ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে পাউরুটি টার ধার গুলো কেটে ফেলতে হবে।

  2. 2

    তারপর একটা বাটি তে২চা চামচ চিনি দিয়ে আর এক কাপ জল দিয়ে গ্যাস অন করে বানিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর পাউরুটি টাকে ঠান্ডা করা চিনির শিরা দিয়ে অল্প অল্প করে ভেজাতে হবে যাতে ক্রিম তাকে ভালো করে ধরে রাখতে পারে।

  4. 4

    তারপর আর একটা বাটি তে ওহিপ ক্রিম পাউডার এক কাপ জল অথবা দুধ দিয়ে হ্যান্ড ওহিসকের দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।আর ওর মধ্যে ৭,৮ফোটা ভ্যানিলা এসেন্সে, ফুড কালার ৮ফোটা,বাটার স্কচ এসেন্সে ৭,৮ফোটা দিতে হবে।

  5. 5

    তারপর পাউরুটি টার মধ্যে ক্রিম গুলো ভোরে ভোরে দিয়ে এক পর এক সাজাতে হবে।হাঁফ করে সাইড এ ক্রিম দিয়ে লাগিয়ে চৌকো আকৃতি বানাতে হবে তালেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paromita Dey
Paromita Dey @cook_17237001

মন্তব্যগুলি

Similar Recipes