পাকা কলার কেক (paka kolar cake recipe in Bengali)

Suranjana's kitchen
Suranjana's kitchen @cook_19797784

#ক্রিসমাস রেসিপি

পাকা কলার কেক (paka kolar cake recipe in Bengali)

#ক্রিসমাস রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২টি পাকা কলা
  2. ২কাপ ময়দা
  3. ১কাপ চিনি
  4. ২টি ডিম
  5. ১চা চামচ বেকিং পাউডার
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ১/২ কাপ সাদা তেল
  8. ১/২কাপ দুধ
  9. ১চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ১০০গ্রাম চীনাবাদাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পাকা কলা দুটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। যাতে কোনোরকম দলা না থাকে।

  2. 2

    একটি পাত্রে ডিম,দুধ, ভ্যানিলা এসেন্স ও তেল নিয়ে ভালো করে ফেটাতে হবে যতক্ষন না ফুলে ওঠে ভালো করে।

  3. 3

    এবার ওই মিশ্রনে অল্প অল্প করে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে ফেটাতে হবে। সম্পূর্ণ চিনি দিয়ে ফেটিয়ে নেব।

  4. 4

    এবার ময়দা দিয়ে ভালো করে ফেটাতে হবে, যতক্ষন না পর্যন্ত ব্যাটার টি বেশ ফুলে উঠছে।

  5. 5

    এবার পাকা কলার মিশ্রণ দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব।

  6. 6

    চিনাবাদাম ১/২ মিশিয়ে দেব।

  7. 7

    গ্যাস ওভেন এ বেক করবো। সেইজন্য একটি আলুমিনিয়াম বাটি তেল মাখিয়ে নেব। অল্প ময়দা ডাস্ট করে নিতে হবে। যাতে কেক বেক হবার পর ভালো ভাবে বেরিয়ে আসে।

  8. 8

    এবার ওই আলুমিনিয়াম বাটিতে কাকে ব্যাটার ঢেলে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব বাকি চিনাবাদাম।

  9. 9

    প্রেসার কুকার এ বেক করবো। তাই সিটি ও গাডার ছাড়া ঢাকনা লাগিয়ে প্রেসার কুকার টি জোর আঁচে ৬-৭মিনিট প্রি-হিট করে নিতে হবে।

  10. 10

    এবার ঢাকনা খুল খুব সাবধানে কেক ব্যাটার যুক্ত বাটি প্রেসার কুকার এ ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে দেব।

  11. 11

    কোনোরকম বালি বা নুন দেবার দরকার নেই।

  12. 12

    একদম কম আঁচে ৩০-৩৫মিনিট বেক করতে হবে।

  13. 13

    ৩৫মিনিট পর গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে ২-৩মিনিট।

  14. 14

    এবার কেক বের করে নিয়ে একটি থালা যে উল্টে নিয়ে ইচ্ছেমতো কেটে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suranjana's kitchen
Suranjana's kitchen @cook_19797784

মন্তব্যগুলি

Similar Recipes