চীজ গার্লিক ব্রেড (cheese garlic bread recipe in Bengali)

স্বাগতা মুখার্জী মুর্মু
স্বাগতা মুখার্জী মুর্মু @cook_20147872

#আমারপ্রথমরেসিপি

চীজ গার্লিক ব্রেড (cheese garlic bread recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ ময়দা
  2. ১চা চামচ ইস্ট
  3. ১/৪ কাপ হালকা গরম দুধ
  4. ১চা চামচ চিনি
  5. ১/২চা চামচ নুন
  6. প্রয়োজন অনুযায়ীতেল
  7. ১০ টা বড়রসুন কুচি
  8. ১চা চামচ অরিগ্যানো
  9. ১/৪ কাপ মাখন
  10. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  11. পরিমাণ মতমেজারেলা চিজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গরম দুধে ১চামচ ইস্ট,১চামচ চিনি দিয়ে মিশিয়ে ৫মিঃ ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে ১কাপ ময়দা,নুন, রসুন কুচি, বাটার, অরিগ্যানো দিয়ে নরম করে মেখে ১চামচ তেল মাখিয়ে মুখ বন্ধ পাত্রে রেখে দিতে হবে ২ থেকে আড়াই ঘন্টা। তারপর সেটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে।

  3. 3

    এবার ওই ডোতে ময়দা ছড়িয়ে আর একটু মেখে হাত দিয়ে চেপে চেপে বড় গোল রুটির মত করতে হবে,এটা কিন্তু বেলা যাবে না।

  4. 4

    এর ওপর মাখন আর রসুন কুচি ভাল করে মাখিয়ে ওপর থেকে অরিগ্যানো, চিলিফ্লেক্স, আর চিজ ছড়িয়ে একদিক মুড়ে নিয়ে ওপরে আবার মাখন আর রসুন কুচি মাখিয়ে দিতে হবে

  5. 5

    এবার কনভেনশন মোডে ১৮০ ডিগ্রিতে ১৫ মিঃ বেক করতে হবে (এই সময়টা কিন্তু এক একটা মাইক্রোওয়েভ এ এক এক রকম, ১০মিঃ সময় দিয়ে শুরু করে প্রোয়জনে সময় বাড়াতে হবে) একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা যদি কিছু লেগে না যায় তাহলে হয়ে গেছে নাহলে আবার কিছুক্ষণ বেক করলেই তৈরী হয়ে যাবে চিজ গার্লিক ব্রেড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
স্বাগতা মুখার্জী মুর্মু

মন্তব্যগুলি

Similar Recipes