ডিমের কোর্মা (Dimer Korma Recipe in Bengali)

Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

#নারকেল রেসিপি

ডিমের কোর্মা (Dimer Korma Recipe in Bengali)

#নারকেল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জনের জন্য
  1. ১০ টা ডিম
  2. ২ কাপ নারকেলের ঘন দুধ
  3. ২ টেবিল চামচ টক দই
  4. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  5. ১/৪ কাপ পেঁয়াজ বাটা
  6. ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ রসুন বাটা
  9. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
  12. ১ চিমটি হলুদ গুঁড়ো
  13. ১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. ১ চা চামচ চিনি
  15. ৪ টি এলাচ
  16. ১ টুকরো দারুচিনি
  17. ৫ টি লবঙ্গ
  18. ১ টি তেজপাতা
  19. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  20. ১/২ কাপ তেল
  21. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম গুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। চারপাশে একটু চিরে নিন।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করুন ডিমের গায়ে অল্প লবন আর এক চিমটি হলদি লাগিয়ে হালকা ভেজে তুলুন।

  3. 3

    ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আগে পিয়াজ বেরেস্তা করে তুলে রাখুন।

  4. 4

    এবার গোটা গরম মসলা গুলো ফোরণ দিন। একটু ভাজা হলে পিয়াজ কুচি দিন, অল্প লবন দিন আর হালকা ভাজুন। বাদামি যেন না হয় নরম হবে ।

  5. 5

    এবার পেঁয়াজ বাটা দিন, আদা রসুন বাটা দিন, একটা লঙ্কা চেরা দিন আর ভালো করে ভেজে নিন।

  6. 6

    এবার জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন একটু ভাজুন।

  7. 7

    হাফ কাপ নারকেল দুধ দিন আর কষান যতক্ষন না তেল ছাড়ছে।

  8. 8

    টক দই টার মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে দিন কিছুক্ষন কোষে ডিম গুলো দিন আর একটু মাখা মাখা হয়ে এলে বাকি নারকেল দুধ টা দিন । ফুটে উঠলে ঢাকিয়ে রান্না করুন যতক্ষন না গাঢ় হয়ে আসে আর তেল টাও ওপরে ভেসে ওঠে ।

  9. 9

    এবার গরম মসলা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বেরেস্তা আর ঘি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাও, রইস এর সাথে।

    ■ একেবারে সাদা কোর্মা চাইলে হলুদ আর কাশ্মীরি লঙ্কা টা দেবেন না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

মন্তব্যগুলি

Similar Recipes