গোটা মসুর ডালের কিমা পোলাও (gota musur daler keema polau)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#ডাল রেসিপি

গোটা মসুর ডালের কিমা পোলাও (gota musur daler keema polau)

#ডাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
2 জনের জন্য
  1. 1 কাপচাল (30মিনিট ভিজিয়ে রাখতে হবে)
  2. 1/3 কাপগোটা মসুর ডাল
  3. 1কাপচিকেন কিমা ( ঐচ্ছিক)
  4. 1টাআলু
  5. 1টা পেঁয়াজ (কুচানো)
  6. 1/4 কাপতেল
  7. 2 চা চামচআদা রসুন বাটা
  8. 1 টাটমেটো (কুচানো)
  9. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  10. প্রয়োজন অনুযায়ীপুদিনা পাতা
  11. 4 টাএলাচ
  12. 2 ইঞ্চিদারুচিনি
  13. 1টাতেজপাতা
  14. 1চা চামচগোটা জিরে
  15. 4টালবঙ্গ
  16. স্বাদমতকাঁচা লঙ্কা
  17. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  18. 1/2 চা চামচধনিয়া গুঁড়ো
  19. স্বাদমতোলবন
  20. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  21. 2 টেবিল চামচভাজা পেঁয়াজ
  22. স্বাদমতোলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    আমি রান্নাটা প্রেশারকুকারে করেছি। প্রথমে একটি কুকারে তেল নিয়ে গরম হলে তাতে গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  2. 2

    এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার হলুদ গুঁড়ো, ধনিয়া গুড়া, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মসলা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে লবণ দিতে হবে। টমেটো একটু নরম হয়ে গেলে আলু দিয়ে মশলার সাথে ভাল করে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    আলু মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন কিমা দিয়ে দিতে হবে। একটু কষিয়ে নিয়ে ডাল দিয়ে ভাল করে নাড়তে হবে।

  6. 6

    ডাল সব মসলার সাথে মিশে গেলে চাল দিয়ে দিতে হবে। 2 মিনিট নেড়ে নিয়ে জল দিতে হবে। এখানে লবণ দেখে নিতে হবে।

  7. 7

    জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে গেলে এবার কাঁচা লঙ্কা,পুদিনা পাতা, ধনেপাতা আর ভাজা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দু মিনিট অপেক্ষা করে কুকারের ঢাকনা দিয়ে দিতে হবে।

  8. 8

    দুটো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুটো সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes