আমের পাটিশাপটা পিঠা (Amer Patisapta Pitha)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

আমের পাটিশাপটা পিঠা (Amer Patisapta Pitha)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 সারভিংস
  1. 1/2 কাপআমের পাল্প
  2. 1 কাপচালের গুঁড়ো
  3. 1/2 কাপময়দা
  4. 1/2 কাপচিনি
  5. 1টেবিল চামচ ঘি
  6. 1 চিমটিনুন
  7. প্রয়োজন মতো জল
  8. 2টেবিল চামচ সুজি
  9. 3 কাপলিকুইড দুধ
  10. 1/2 কাপআমের পাল্প
  11. 1/2 কাপচিনি
  12. 1টেবিল চামচ কাজুবাদাম
  13. 1টেবিল চামচ পেস্তা
  14. 1টেবিল চামচ আমের টুকরো
  15. 4টে এলাচ
  16. 1 চিমটিনুন
  17. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটা পাত্রে পাকা আমের পাল্প ঢেলে নিতে হবে । একে একে চালের গুঁড়ো, ময়দা, চিনি, নুন, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    প্রয়োজনে অল্প জল দিয়ে ভালো করে মেখে ব্যটার তৈরী করতে হবে । 1/2 ঘন্টা রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে ।

  3. 3

    প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে সুজি লালচে করে ভেজে নিতে হবে ।

  4. 4

    লিকুইড দুধ দিয়ে দিতে হবে।চিনি, পাকা আমের পাল্প, এলাচ,টুকরো কাজুবাদাম, টুকরো করা পাকা আম,এক চিমটি নুন দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে হবে ।

  5. 5

    অল্প নরম থাকতে নামিয়ে নিতে হবে । প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে তৈরী করা ব্যটার দিয়ে অল্প সময় ঢাকা দিতে হবে।

  6. 6

    তৈরী করা পুর একপাশে দিয়ে ভাঁজ করে নিতে হবে । তৈরী হয়ে যাবে পাকা আমের পাটিশাপটা পিঠা ।পরিবেশনের আগে তৈরী করা পিঠার উপরে পেস্তা কুচি দিয়ে দিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes