চিকেন হট্ ডগ (chicken hot dog recipe in Bengali)

Popy Roy
Popy Roy @cook_19785204

এটি বাচ্চাদের টিফিনের জন্য খুবই টেস্টি একটি রেসিপি

চিকেন হট্ ডগ (chicken hot dog recipe in Bengali)

এটি বাচ্চাদের টিফিনের জন্য খুবই টেস্টি একটি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি বোনলেস চিকেন
  2. ১চা চামচ আদা বাটা
  3. ১চা চামচ রসুন বাটা
  4. ১চা চামচ ধনে গুঁড়ো
  5. ১টেবিল চামচ সয়াসস
  6. ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  7. স্বাদমতো নুন
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ১টি মিহি করে কুচোনো পেঁয়াজ
  10. ১/২ কাপ মেয়োনিজ
  11. ১/২ চা চামচ অরিগ্যানো
  12. ১/২ চা চামচ কাসুন্দি
  13. ১/২ চা চামচ চিলি সস
  14. ২টেবিল চামচ টমাটো সস
  15. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  16. ২টি স্লাইস চীজ
  17. পরিমাণ মতো মাখন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন মিক্সিতে পেস্ট করে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, ১টেবিল টমাটো সস,লন্কা গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, সয়াসস দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার লম্বা প্লাস্টিক পেপারে তেল মাখিয়ে চিকেন লম্বা শেপে মুড়ে দুসাইড ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে জল গরম করে ২০মিনিট চিকেন সেদ্ধ করে নিতে হবে। তৈরি হয়ে যাবে সসেজ্ ।

  4. 4

    এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে লাল করে সসেজ্ গুলো ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার পেয়াজ কুচি, মেয়োনিজ, কাসুন্দি, চিলি সস, ১টেবিল চামচ টমাটো সস,অরিগেনো, ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। লম্বা ব্রেডের মাঝামাঝি ছুরি দিয়ে ফাঁকা করে নিতে হবে।

  6. 6

    এবার ব্রেডের মাঝে মিশ্রণ টা ভালো করে লাগিয়ে চিকেন সসেজ্ বসিয়ে দিতে হবে।

  7. 7

    তাওয়া গরম করে মাখন দিয়ে হালকা আঁচে ব্রেড নীচে সেঁকে নিতে হবে। উপরে মেয়োনিজ, টমাটো সস, ধনেপাতা কুচি ও চিজ গ্রেট করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Popy Roy
Popy Roy @cook_19785204

মন্তব্যগুলি

Similar Recipes