ক্রিসপি সোয়া স্টিক (crispy soya stick recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#আমার প্রিয় স্ন্যাক্স রেসিপি

ক্রিসপি সোয়া স্টিক (crispy soya stick recipe in Bengali)

#আমার প্রিয় স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 20-25টি সোয়াবিন
  2. 1চা চামচ আদা বাটা
  3. 1চা চামচ রসুন বাটা
  4. 1চা চামচ সোয়া সস
  5. 1চা চামচ টমেটো সস
  6. 1চা চামচ চিলি সস
  7. স্বাদমতোনুন ও চিনি
  8. পরিমাণ মতোগোল মরিচ গুঁড়ো
  9. স্বাদ মত কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. 1চিমটিহলুদ গুঁড়ো
  11. 1টি ডিম
  12. 4টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  13. 4টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সোয়াবিন গুলি জলে নুন দিয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা সোয়াবিনে এক এক করে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, চিনি, সোয়া সস্, চিলি সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    এবার ম্যারিনেট করা সোয়াবিন গুলি টুথ পিকে গেঁথে নিন। আমি একটি টুথ পিকে 3 টি করে সোয়াবিন গেঁথেছি । এবার অন্য আরেকটি বাটিতে কর্ন ফ্লাওয়ার, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ডিম ফাটিয়ে একটি ব্যাটার বানিয়ে নিন ।

  3. 3

    এবার তেল গরম করে নিন। সোয়া স্টিক গুলি ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো তে মাখিয়ে ছাকা তেলে ভেজে নিন। ব্যাস তৈরি ক্রিসপি সোয়া স্টিক। সস্ ও স্যালাড এর সাথে পরিবেশন করুন ক্রিসপি সোয়া স্টিক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

মন্তব্যগুলি

Similar Recipes