হেলদি সোয়া মাঞ্চুরিয়ান (Healthy Soya Manchurian recipe in Bengali))

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#GA4
#Week3
নর্থ ইস্ট চিনার একটি কমন রেসিপি হলো সোয়া মাঞ্চুরিয়ান। একটু হেলদি ভাবে আজ এটা বানিয়ে দেখলাম।

হেলদি সোয়া মাঞ্চুরিয়ান (Healthy Soya Manchurian recipe in Bengali))

#GA4
#Week3
নর্থ ইস্ট চিনার একটি কমন রেসিপি হলো সোয়া মাঞ্চুরিয়ান। একটু হেলদি ভাবে আজ এটা বানিয়ে দেখলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩-৪ জন
  1. ১০০ গ্রাম সোয়া
  2. স্বাদ অনুযায়ীনুন
  3. ১ চা চামচ লেবুর রস
  4. ১ চা চামচ গোল মরিচ গুঁড়া
  5. ৩-৪ চা চামচ সাদা তেল
  6. ১ চা চামচ আদা কুঁচি
  7. ১ টা পেঁয়াজ (পাপড়ি ছাড়িয়ে নিয়েছি)
  8. ১ টা ক্যাপ্সিকাম
  9. ১ চা চামচ রসুন কুঁচি
  10. ২ চা চামচ ভিনিগার
  11. ২ চা চামচ সোয়া সস
  12. ২ চা চামচ টমেটো সস
  13. ২ কাপ জল
  14. ২ চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে সোয়া গুলোকে গরম জলে ১০ মিনিট রান্না করে জল ফেলে ছেঁকে নিয়েছি। এবার কড়াইতে এক চামচ তেল দিয়ে হালকা ভাবে সব গুলো ভেজে নিয়েছি। আমি এখানে কোনো রকম কোট করে ডুবো তেলে ভাজিনি।

  2. 2

    অন্য দিকে একটি বাটিতে ভিনিগার, সোয়া সস ও টমেটো সস নিয়ে নিয়েছি। আর একটি বাটিতে এক চামচ কর্ণফ্লাওয়ার দু চামচ জলে গুলে নিয়েছি। অপর বাটিতে আছে আদা কুঁচি ও ক্যাপ্সিকাম কুঁচি।

  3. 3

    এবার কড়াইতে অতি সামান্য তেল দিয়ে আদা কুঁচি, রসুন কুঁচি, পিঁয়াজ এর পাপড়ি, ক্যাপ্সিকাম কুঁচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সোয়া গুলোকে দিয়ে দিয়েছি।

  4. 4

    কিছুক্ষন পর নুন চিনি দিয়ে সব রকম সস মিশিয়ে, এক চামচ লেবুর রস দিয়ে ও গোল মরিচ গুঁড়া মিশিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়ে কর্ণফ্লাওয়ার গোলাটা ঢেলে ভালো ভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি। হেলদি সোয়া মাঞ্চুরিয়ান একদম রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes