মটরশুঁটির কচুরি (matarshutir kachuri recipe in Bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#আমারপছন্দেররেসিপি

মটরশুঁটির কচুরি (matarshutir kachuri recipe in Bengali)

#আমারপছন্দেররেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম মটরশুঁটি
  2. ৫০০ গ্রাম ময়দা
  3. ১০০ গ্রাম ধনেপাতা
  4. ১/২ ইঞ্চি আদা
  5. ৪-৫ টা কাঁচালঙ্কা
  6. ১/২ চা চামচ চিনি
  7. ১চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চিমটি হিং
  9. স্বাদমতো নুন
  10. পর্যাপ্ত পরিমাণ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মটরশুঁটি,ধনেপাতা,১/২ চামচ নুন,জিরে গুঁড়ো,চিনি,আদা ও হিং সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ডারে স্মুথ পেস্ট করে নিন।

  2. 2

    এবার ময়দা নিয়ে তার মধ্যে ১ চামচ নুন,২ চামচ থেকে ৩ চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম মাখিয়ে নিন.যখন দেখবেন ময়দা দলা পাকালে ঝরে যাচ্ছে না তখন ওর মধ্যে পেস্ট করা মটরশুঁটি মিশিয়ে ময়দা মেখে নিন.একটু শক্ত করে,তবে খুব শক্ত বা নরম নয়.প্রয়োজনে পেস্ট করা বাটি ধুয়ে খুব সামান্য জল দিতে পারেন।

  3. 3

    এবার লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে বেলে নিন.এরপর গ্যাসে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে গ্যাস মাঝার করে নিয়ে কচুরি ভেজে তুলে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes