দলিয়ার খিচুড়ি (daliar khichuri recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

দলিয়ার খিচুড়ি (daliar khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৩জন
  1. 1 কাপরোস্টেড ডালিয়া
  2. 1/2 কাপমসুর ডাল
  3. 4 টুকরো ছোট করে কাটা আলু
  4. 4 টুকরোছোট করে কাটা গাজর
  5. 1 টেবিল চামচমাখন
  6. 1 টাটমেটো কুচি
  7. 1 চা চামচআদা বাটা
  8. 2 টোচেরা কাঁচা লঙ্কা
  9. ½ চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদমতো নুন
  11. পরিমাণমতোজল
  12. 1 চা চামচপাতি লেবুর রস
  13. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    প্রথমে রোস্টেড ডালিয়া, মুসুর ডাল এবং কাটা আলু ও গাজর আলাদা করে ধুয়ে একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর তাতে পরিমাণমতো জল স্বাদমতো লবণ এবং দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসাতে হবে যতক্ষণ না সমস্ত সেদ্ধ হয়ে আসছে।

  3. 3

    অন্যদিকে মাখন গরম করে তাতে টমেটো কুচি এবং আদাবাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  4. 4

    টমেটো এবং আদা হালকা ভাজা হলে তাতে হলুদগুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলা টাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মসলা থেকে।

  5. 5

    মশলা ভালোভাবে হয়ে এলে ওটা কে নামিয়ে নিতে হবে।

  6. 6

    ডালিয়া পুরোপুরি সেদ্ধ হয়ে এলে তাতে কষে রাখা মসলা এবং সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে।

  7. 7

    ডালিয়ার খিচুড়ি পুরোপুরি তৈরি হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    এবার পরিবেশন করার আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ও অল্প পাতিলেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes