টমাটো গাজরের স্যুপ(tomato gajorer soup recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

টমাটো গাজরের স্যুপ(tomato gajorer soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জনের জন্য।
  1. 1টা গোটা টমাটো
  2. 4 কাপটমেটো জুস
  3. 1টা গাজর
  4. 2টেবিল চামচপার্সলে পাতা
  5. 1টা বড় পেঁয়াজ
  6. 1 ইঞ্চিআদা
  7. 7-8কোয়া রসুন
  8. 1টেবিল চামচ চিনি
  9. 2টেবিল চামচ ফ্রেস ক্রিম
  10. 2টেবিল চামচ মাখন
  11. 5-6টা গোটা গোলমরিচ
  12. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. 1টা তেজপাতা
  14. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব উপকরণ একসাথে করে নিলাম।

  2. 2

    এবার কড়াইতে বাটার দিয়ে পিঁয়াজ ফোরন দিয়ে 2-3 মিনিট নড়াচড়া করে একে একে সব উপকরণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো,,তেজপাতা,টুকরো করা গাজর দিলাম,

  3. 3

    পাসলে পাতাকুচি, আদা টুকরো, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম

  4. 4

    এবার একটা তেজপাতা, টুকরো করা টমাটো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে টমাটো জুস দিয়ে রান্না করে নেবো।

  5. 5

    এবার পরিমাণ মতো চিনি দিয়ে রান্না করে নিলাম।

  6. 6

    সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিস্কিতে দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে ছেঁকে নিলাম।

  7. 7

    ছাঁকে নিয়ে আবার ও ফুটতে দিলাম,, ফুটে উঠলে গোলমরিচ গুঁড়ো দিলাম, আর ফ্রেস ক্রিম দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে নিলাম।

  8. 8

    সুপের উপর থেকে আরো একটু ক্রিম দিয়ে, ব্রেড টাকে মুচমুচে করে ভেজে সুপের সাথে পরিবেশ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি

Similar Recipes