স্বর্ণচুর খিচুড়ি (Sornochur Khichuri recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

স্বর্ণচুর খিচুড়ি (Sornochur Khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2 জন
  1. 1 কাপগোবিন্দভোগ চাল
  2. 1/2 কাপমুগ ডাল
  3. 100 গ্রামপনির
  4. 1 টাআলু ছোট করে কাটা
  5. 1 টাগাজর ছোট করে কাটা
  6. 4/5 টুকরোফুলকপি
  7. 1 টাটমেটো কুচি
  8. 5/6 টাকাঁচা লঙ্কা চেরা
  9. পরিমাণ মতোগোটা গরম মশলা (1 টা করে এলাচ, দারুচিনি, লবঙ্গ)
  10. 1 টাতেজপাতা
  11. 1 চা চামচগোটা জিরে
  12. স্বাদ মত লবণ
  13. 1/3 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1 চা চামচআদা বাটা
  15. 1টেবিল চামচ কাজুবাদাম
  16. 1টেবিল চামচ কিশমিশ
  17. 2টেবিল চামচ ঘি
  18. প্রয়োজন মতো তেল
  19. প্রয়োজন মতো গরম জল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে শুকনো কড়াইতে ডাল টা ভেজে নিতে হবে। চাল আর ডাল আলাদা আলাদা পাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে 1 ঘণ্টা। তারপরে জল ঝরিয়ে তুলে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে পনির, কাজুবাদাম, কিসমিস ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোরন দিয়ে সবজি গুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    টমেটো কুচি আর বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার চাল ডাল দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা হলে গরম জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিতে হবে।

  6. 6

    সব সিদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। উপরে কাজু, কিসমিস,পনির ছড়িয়ে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes