মটর পনীর (matar paneer recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

মটর পনীর (matar paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রামপনীর
  2. ১কাপকড়াইশুঁটি
  3. ১ চা চামচহলুদ গুঁড়ো
  4. স্বাদ অনুযায়ীলবন
  5. ১ কাপসাদা তেল
  6. ১ চা চামচজিরেগুঁড়ো
  7. ১ চা চামচধনে গুঁড়ো
  8. ১ চা চামচলঙ্কা গুড়ো ১
  9. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ৬-৭ টিকাজুবাদাম
  11. ২ চা চামচচারমগজ
  12. ১ টিটমেটোর পিউরি
  13. ২ চা চামচক্রিম
  14. প্রয়োজন অনুযায়ীজল
  15. স্বাদ অনুযায়ীচিনি
  16. ১/২ চা চামচগোটা জিরে
  17. ১ টিগোটা শুকনো লংকা
  18. ১ চা চামচকিচেন কিং মশলা
  19. ১চা চামচঘি
  20. ১ চা চামচগরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মটর গুলো জলে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াই এ তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লংকা ফোড়ন দিয়ে ওর মধ্যে,লঙ্কা গুড়ো, হলুদ,কাশ্মীরি লঙ্কা গুড়ো, জিরে ও ধনে গুড়ো দিয়ে কষিয়ে নিয়ে এবার কাজুবাদাম ওচারমগজ একসাথে পেস্ট করে দিতে হবে,, একটু কষিয়ে নিয়ে টমেটো পিউরি দিতে হবে।

  3. 3

    এবার ভালো করে কষিয়ে কিচেন কিং মশলা দিয়ে কষিয়ে একটু চিনি দিতে হবে।

  4. 4

    এবার মটরশুঁটি গুলো দিয়ে একটু চিনি দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার পনির গুলো দিয়ে নেড়ে ক্রিম দিয়ে নেড়ে নিয়ে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes