মুসুর ডালের বড়ার বিরিয়ানি(musoor daler borar biriyani recipe in Bengali)

Popy Roy
Popy Roy @cook_19785204

#লান্চ রেসিপি
লকডাউনে চাল, ডাল, আলু ও সামান্য মশলা দিয়ে খুব সহজ একটি রেসিপি

মুসুর ডালের বড়ার বিরিয়ানি(musoor daler borar biriyani recipe in Bengali)

#লান্চ রেসিপি
লকডাউনে চাল, ডাল, আলু ও সামান্য মশলা দিয়ে খুব সহজ একটি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০গ্রাম বাসমতী চাল/যে কোন চাল
  2. ১কাপ মুসুর ডাল
  3. ১ টা ছোট করে টুকরো করা আলু
  4. ১ টি পেয়াজ কুচি
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচরসুন বাটা
  7. ৩ টিকাঁচা লন্কা বাটা
  8. ২টি গোটা কাঁচালন্কা
  9. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  11. ১/২ চা চামচবিরিয়ানি মশলা
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. প্রয়োজন অনুযায়ীতেল
  16. ২টিতেজপাতা
  17. ২টোশুকনো লঙ্কা
  18. ১ টেবিল চামচ ঘি
  19. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে জল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা, কাচা লন্কা ও সামান্য নুন দিয়ে ভাত রান্না করে নিতে হবে।

  2. 2

    ২ঘন্টা আগে ভিজিয়ে রাখা ডাল মিক্সিতে বেটে সামান্য নুন দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।কড়াইতে তেল গরম করে বড়া গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    আরও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু টুকরো ও পেয়াজ কুচি দিয়ে ভেজে আদা-রসুন-লন্কা বাটা দিয়ে কষতে হবে।

  4. 4

    এবার নুন, হলুদ গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে অল্প জল দিতে হবে। ভাজা বড়া গুলো দিয়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে চিনি ও ঘি দিয়ে ভাত গুলো দিয়ে নেড়ে বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Popy Roy
Popy Roy @cook_19785204

মন্তব্যগুলি (3)

Annie Sircar
Annie Sircar @cook_20784348
তোমার এই রেসিপি টা অনেকদিন আগেই try করেছিলাম। ভাল লেগেছে। কিন্তু আমি তো কুকপ্যাড এপ থেকে রেসিপি পোস্ট করি। সেখানে কুকস্নাপ অপশন নেই। তাই তোমাকে জানাতে পারিনি। আজ কুকপ্যাড হোয়াটস এপ গ্রুপে এই লিংক টা পেয়ে তোমার রান্না খুঁজে বের করলাম। ধন্যবাদ তোমায়।
( সম্পাদিত )

Similar Recipes