এগ বিরিয়ানি (egg biriyani recipe in Bengali)

Popy Roy
Popy Roy @cook_19785204

#ডিমের রেসিপি

এগ বিরিয়ানি (egg biriyani recipe in Bengali)

#ডিমের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬টি ডিম
  2. ২টি আলু
  3. ৫০০গ্রাম বাসমতী চাল
  4. ২টি বড় সাইজের পেয়াজ কুচি
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ১ টেবিল চামচ রসুন বাটা
  7. ২টি টমাটো বাটা
  8. স্বাদ অনুযায়ী নুন
  9. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ১/২ টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  13. ১/২ চা চামচ জায়ফল গুঁড়ো
  14. ১/২ চা চামচ জয়িত্রি গুঁড়ো
  15. ১/২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  16. ৪টেবিল চামচ ঘি
  17. ৪-৫ফোঁটা মিঠা আতর
  18. ১ টেবিল চামচগরম মশলা
  19. ২টি লবঙ্গ লতিকা
  20. ২টি তেজপাতা
  21. ২টি শুকনো লঙ্কা
  22. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  23. ১/২ কাপ দুধে ভেজানো কেশর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে জল গরম করে ২চামচ তেল, নুন,গোটা এলাচ দিয়ে চাল দিয়ে ঝরঝরে ভাত বানিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ২টেবিল চামচ ঘি ও সাদা তেল দিয়ে কিছুটা পেয়াজ বেরেস্তা বানিয়ে তুলে নিতে হবে। আলু তে হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    আরও তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ লতিকা দিয়ে পেয়াজ কুচি দিয়ে ভেজে আদা বাটা, রসুন বাটা,টমাটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রি গুঁড়ো, নুন দিয়ে কষতে হবে।

  4. 4

    কষা হয়ে গেলে আলু দিয়ে আরও কিছু সময় কষে হাফ টেবিল চামচ বিরিয়ানি মশলা ও ৪টে ডিম দিতে হবে। এবার নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইতে প্রথমে ডিমের কারি তারপর ভাত, আবার ডিমের কারি।

  6. 6

    এইভাবে তিন টি ধাপের পর শেষে ভাত দিয়ে পেয়াজ বেরেস্তা দিতে হবে।

  7. 7

    এবার বিরিয়ানি মশলা, মিঠা আতর, ২টেিল চামচ ঘি, দুধে ভেজানো কেশর দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ২-৩মিনিট ঢেকে রান্না করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Popy Roy
Popy Roy @cook_19785204

মন্তব্যগুলি

Similar Recipes