পাপড়ি চাট (paapri chaat recipe in Bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#goldenapron3

এবারের পাজেল থেকে আমি ময়দা ও সুজি নিয়েছি

পাপড়ি চাট (paapri chaat recipe in Bengali)

#goldenapron3

এবারের পাজেল থেকে আমি ময়দা ও সুজি নিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপময়দা
  2. 1/2 কাপসুজি
  3. 1 চিমটি বেকিং সোডা
  4. স্বাদমতো নুন
  5. পরিমান মতভাজার জন্য তেল
  6. 1টা সেদ্ধ আলু
  7. 1টা পেঁয়াজ কুচি
  8. 1টা টমেটো কুচি
  9. 2টো কাঁচালঙ্কা কুচি
  10. পরিমাণ মতো ধনেপাতা কুচি
  11. প্রয়োজন অনুযায়ী নারকেল কুচি
  12. পরিমাণ মতো টক দই
  13. প্রয়োজন মত ঝুরিভাজা
  14. স্বাদমতোটমেটো সস
  15. 1/2চা চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সুজি ও ময়দা, বেকিং সোডা ও অল্প নুন দিয়ে পরিমান মতো জল দিয়ে নরম করে মেখে নিতে হবে। তারপর 30মিনিট ঢেকে রাখতে হবে। 30মিনিট পরে ডো টা আবার খুব ভালো করে মেখে নিতে হবে। এবার খুব ছোটো ছোটো লেচি কেটে পাতলা করে বেলে মাঝখানে কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে যাতে ভাজার সময় ফুলে না যায়।। এবার সব পাপড়ি গুলো ভেজে নিতে হবে।

  2. 2

    এখন আলু, পেয়াজ, লঙ্কা, ধনেপাতা, নারকেল, টমেটো সব কুচি কুচি করে কেটে নিতে হবে। আলু টুকরো গুলো একটু ম্যাশ করে নিতে হবে। এবার একটা সার্ভিং প্লেট এ পাপড়ি সাজিয়ে ওর উপর এক এক করে আলু, টমেটো কুচি, পিয়াজ কুচি, নারকেল কুচি, লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে টক দই, ঝুরিভাজা টমেটো সস দিয়ে অল্প নুন ও ভাজা মসলা ছড়িয়ে দিলেই রেডি ইয়াম্মি পাপড়ি চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes