ব্ল্যাক ফরেস্ট কেক(black forest cake recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#কিডস স্পেশাল রেসিপি

ব্ল্যাক ফরেস্ট কেক(black forest cake recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
9 জনের
  1. 90 গ্রামময়দা
  2. 10 গ্রামকোকো পাউডার
  3. 2টো ডিম
  4. 50 গ্রামবাটার
  5. 100গ্রাম+ পরিমাণ মত গুঁড়ো চিনি
  6. 2চা চামচভ্যানিলা এসেন্স
  7. 1/2চা চামচবেকিং পাউডার
  8. প্রয়োজন মতআইসিং করার ক্রিম
  9. 1টেবিল চামচ মিক্স ফ্রুট জ্যাম
  10. পরিমাণ মতোসাজাবার জন্য - ক্যান্ডি চেরি আর চকলেট গ্রেট করা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    প্রথমে আইসিং করার ক্রিম আর সামান্য চিনি গুঁড়ো একসাথে বিটার দিয়ে ফেটিয়ে ফুলিয়ে রাখতে হবে ।

  3. 3

    এবার গুঁড়ো চিনি আর গলানো বাটার ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ডিম দিয়ে আর‌ও বেশ কিছুক্ষন বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে । ডিম ফুলে হালকা হয়ে এলে ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার চেলে নিয়ে অল্প অল্প করে মেশাতে হবে আর ফেটাতে হবে ।

  4. 4

    ব্যাটার ফুলে উঠলে কেক টিনে বাটার গ্রীজ করে কেকের মিশ্রনটা ঢেলে দিয়ে একটু ঠুকে এয়ার বের করে দিতে হবে ।

  5. 5

    কনভেকশান মোডে 170℃ এ 20-25 মিনিট বেক করে নিতে হবে ।

  6. 6

    কেক পুরো ঠান্ডা হয়ে গেলে মাঝ বরাবর কেটে এক ভাগের উপর ক্রিম লাগিয়ে তার উপর জ্যাম দিয়ে ভাল করে লাগিয়ে দিতে হবে ।

  7. 7

    জ্যাম দিয়ে অন্য ভাগটা চেপে দিয়ে পুরো কেকটা ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে ।

  8. 8

    এবার নজলের সাহায্যে ক্রিমের ফুল করে উপরে চেরি দিয়ে সাজিয়ে মাঝখানটা চকলেট কুচি করে সাজিয়ে দিতে হবে ।

  9. 9

    চকলেট কুচি ছড়ানোর পর চেরি গুলো ক্রিমের ফুলের উপর সাজিয়ে দিতে হবে ।

  10. 10

    চেরি দিয়ে সাজানোর পর বাচ্ছাদের প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেক বাচ্ছা পার্টির জন্য রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি (7)

Similar Recipes