ম্যাংগো চকলেট কেক (Mango chocolate cake recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#CCC
খ্রীস্টমাসে ছোট বড় সবার কেক চাই । আমরা সাধারনত ফ্রুটকেক বেশী পছন্দ করি । এবার বাচ্ছাদের কথা মনে করে একটু অন্যরকম ট্রাই করলাম ,

ম্যাংগো চকলেট কেক (Mango chocolate cake recipe in Bengali)

#CCC
খ্রীস্টমাসে ছোট বড় সবার কেক চাই । আমরা সাধারনত ফ্রুটকেক বেশী পছন্দ করি । এবার বাচ্ছাদের কথা মনে করে একটু অন্যরকম ট্রাই করলাম ,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
6 জনের
  1. 100 গ্রামময়দা
  2. 2 টোডিম
  3. 50 গ্রামবাটার
  4. 100গ্রাম+ 1 চা চামচসামান্য গুঁড়ো চিনি
  5. 1 চা চামচম্যাংগো এসেন্স
  6. 1/2 চা চামচবেকিং পাউডার
  7. প্রয়োজন মতআইসিং করার ক্রিম
  8. 1 টেবিল চামচম্যাংগো জ্যাম

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    প্রথমে আইসিং করার ক্রিম আর সামান্য চিনি গুঁড়ো একসাথে বিটার দিয়ে ফেটিয়ে ফুলিয়ে আলাদা করে সরিয়ে রাখতে হবে ।

  2. 2

    এবার একটা মিক্সিং বোলে গুঁড়ো চিনি আর গলানো বাটার ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ডিম দিয়ে আর‌ও বেশ কিছুক্ষন বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে । ডিম ফুলে হালকা হয়ে এলে ময়দা আর বেকিং পাউডার চেলে নিয়ে অল্প অল্প করে মেশাতে হবে আর ফেটাতে হবে । ফেটাবার সময় এসেন্স দিয়ে দিতে হবে ।

  3. 3

    ব্যাটার ফুলে উঠলে কেক টিনে বাটার গ্রীজ করে কেকের মিশ্রনটা ঢেলে কনভেকশান মোডে 170℃ এ 20-25 মিনিট বেক করে নিতে হবে ।

  4. 4

    কেক পুরো ঠান্ডা হয়ে গেলে মাঝ বরাবর কেটে এক ভাগের উপর ক্রিম লাগিয়ে তার উপর জ্যাম দিয়ে অন্য ভাগটা চেপে দিয়ে পুরো কেকটা ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে ।

  5. 5

    এবার চকলেট কম্পাউন্ড দুটো আলাদা আলাদা করে গলিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে । ম্যাংগো চকলেট কম্পাউন্ডটা মোল্ডে ঢেলে হনিকম্ব আর হনি-বী তৈরী করে ডার্ক চকলেট কম্পাউন্ডটা দিয়ে হনি-বীর বডির ডেকরেশান করে চার মগজের দানা দিয়ে ডানা তৈরী করে নিতে হবে ।

  6. 6

    এবার সাবধানে হনিকম্ব আর হনি-বী গুলো কেকের উপর বসিয়ে দিলে ম্যাংগো চকলেট কেক রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি (15)

Similar Recipes