দই চিড়ে ডেজার্ট (doi chire dessert recipe in Bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#কিডস স্পেশাল রেসিপি
#মা স্পেশাল রেসিপি

দই চিড়ে ডেজার্ট (doi chire dessert recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
#মা স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5মিনিট
2 জনের জন্য
  1. 1 কাপচিড়ে
  2. 1/2 কাপদই
  3. 1.5কাপদুধ (আগে থেকে জ্বাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিতে হবে)
  4. স্বাদমতোচিনি
  5. প্রয়োজনমতোফল (কলা,আপেল, আঙুর)
  6. 1 চিমটিলবণ
  7. 1/4 কাপনারকেল কোরানো

রান্নার নির্দেশ সমূহ

5মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। দুধ ফুটিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটি বড় বাটিতে দই,চিনি,দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।(কিছুটা দুধ রেখে দিতে হবে)

  3. 3

    এইবার দুধের মিশ্রণে কুচি করে কাটা ফল দিয়ে দিতে হবে। নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু।

  4. 4

    সবকিছুর মিশ্রণে এবার চিড়ে দিয়ে এক চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটি সার্ভিং গ্লাস নিয়ে দুধ,দই, চিড়ের মিশ্রন রেখে কিছুটা ফলের কুচি দিয়ে আবার তার ওপরে দুধ দই চিঁড়ের মিশ্রণ দিতে হবে।ওপর থেকে বাকি দুধ দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার ওপরে কিছু ফলের কুচি আর কোরানো নারকেল দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes