বেসনের বরফি (besaner barfi recipe in Bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

বেসনের বরফি (besaner barfi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
4জন
  1. 2 কাপবেসন
  2. 1 কাপঘি
  3. 1.5 কাপ&1/2কাপ চিনি
  4. 1 কাপজল
  5. 5টা এলাচ
  6. 4 চা চামচসুজি
  7. 6টা পেস্তা বাদাম

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    সব উপকরণ গুলো 1জায়গায় সাজিয়ে নিয়েছি।

  2. 2

    করা টা গরম করে গ্যাস টা একদম কম করে তার মধ্যে বেসন টা ভালো করে নাড়তে থাকলাম।

  3. 3

    বেশ কিছুক্ষণ বেসন টা নড়ানোর পর অল্প অল্প করে ঘী টা দিয়ে দিলাম এবং ভালো করে ঘী টা কে বেসনের সাথে মেশাতে থাকলাম।

  4. 4

    যখন বেসন টা ঘী এর সাথে ভালো ভাবে মিশে একদম পাতলা হয়ে আসল তখন গ্যাস টা নিভিয়ে দিলাম এবং ঠান্ডা হওয়া অব্ধি অপেক্ষা করলাম।

  5. 5

    আরেক টা পাত্রের মধ্যে চিনি দিয়ে জল দিলাম শিরা বানানোর জন্য। তার মধ্যে এলাচ গুলো গুড়ো করে দিয়ে দিলাম।

  6. 6

    শিরা টা যখন একদম ঘন হয়ে আসল তখন গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম।

  7. 7

    এবার চিনির শিরা টা আসতে আসতে বেসনের মধ্যে দিতে থাকলাম ও নাড়তে থাকলাম। পুরো টা মিশে যাওয়ার পর 1টা থালার মধ্যে ঘী ব্রাশ করে নিলাম ও বেসন ডেলে দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম।ওপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম।

  8. 8

    কিছুক্ষণ পর পিস পিস করে কেটে বরফি রেডি করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes